মেহুল চোকসি। ছবি- সংগৃহীত।
ঠিক সময়ে মাইনে দিতে পারব না। ভাল কাজ পেয়ে আপনারা অন্যত্র চলে যান।
তাঁর সংস্থা ‘গীতাঞ্জলি জেমস’-এর সাড়ে ৩ হাজার কর্মচারীকে লেখা খোলা চিঠিতে এ কথাই জানিয়েছেন নীরব মোদীর মামা হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। তাঁর আইনজীবী সঞ্জয় অ্যাবটের মাধ্যমে সংস্থার কর্মচারীদের ওই চিঠি দিয়েছেন মেহুল।
‘অসহায়তা’র কথা প্রকাশ করে ওই চিঠিতে মেহুল লিখেছেন, ‘‘বিভিন্ন তদন্তকারী সংস্থা ও কেন্দ্রীয় সরকারি সংস্থার জন্য আমি খুবই অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি। তার ফলে আমার সংস্থার (গীতাঞ্জলি জেমস) কাজকর্ম বন্ধ করে দিতে হতে পারে। নিয়তি যা লিখে রেখেছে, আমার তাই হবে। আমি জানি, কোনও ভুল করিনি আমি। শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।’’
চিঠিতে লেখা হয়েছে, এই ‘ভয় ও অন্যায়ের আবহ’-এ সংস্থার ভবিষ্যৎ ও কর্মচারীদের মাইনে নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তাতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে নেওয়াটাই উচিত কর্মচারীদের।
মাইনে ও অন্যান্য সুযোগসুবিধা সহ যাবতীয় বকেয়া তাঁর সংস্থা না মেটানো পর্যন্ত কর্মচারীদের দেওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন তাঁদের সঙ্গেই রাখার পরামর্শ দেওয়া হয়েছে মেহুলের লেখা সেই চিঠিতে।
আরও পড়ুন- চিটফান্ডেও মেহুলভাই!
আরও পড়ুন- নজরে গয়না নির্মাতারাও
এমনকী, ছেড়ে দেওয়ার সময় তাঁর সংস্থার তরফে কর্মচারীদের ‘রিলিজ লেটার’ ও অভিজ্ঞতার সার্টিফিকেট পেতে কোনও অসুবিধা হবে না বলেও মেহুলের চিঠিতে জানানো হয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর সাড়ে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারির ঘটনায় নীরব মোদীর সঙ্গে অন্যতম অভিযুক্তদের তালিকায় রয়েছে হিরে ব্যবসায়ী মেহুল চোকসির নামও। গত ১৪ ফেব্রুয়ারি পিএনবি-র তরফে ওই ঘটনা মুম্বই স্টক এক্সচেঞ্জে জানানোর পরেই ওই কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy