Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Kanpur Shootout

অবশেষে পুলিশের জালে বিকাশ দুবে, উজ্জয়িনীর মন্দির থেকে গ্রেফতার গ্যাংস্টার

বৃহস্পতিবার সকালেই দু’টি পৃথক পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে কানপুরে ৮ পুলিশ কর্মী হত্যায় অভিযুক্ত বিকাশের দুই সহযোগীর।

উজ্জয়িনীর মন্দির থেকে গ্রেফতারের পর গাড়িতে তোলা হচ্ছে বিকাশ দুবেকে।  ছবি: টুইটার থেকে

উজ্জয়িনীর মন্দির থেকে গ্রেফতারের পর গাড়িতে তোলা হচ্ছে বিকাশ দুবেকে। ছবি: টুইটার থেকে

সংবাদ সংস্থা
উজ্জয়িনী ও লখনউ শেষ আপডেট: ০৯ জুলাই ২০২০ ১১:৩৩
Share: Save:

প্রায় এক সপ্তাহের টানটান নাটকে ইতি। অবশেষে কানপুরে ৮ পুলিশকর্মী-অফিসার খুনে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার বিকাশ দুবেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য দিকে, প্রায় একই সময়ে দু’টি পৃথক এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশের দুই সহযোগীর।

কী ভাবে পুলিশের হাতে এল প্রায় এক সপ্তাহ ধরে পালিয়ে বেড়ানো বিকাশ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে উজ্জয়িনীর একটি মন্দিরে সকাল আটটা নাগাদ তাকে দেখা যায়। মন্দির চত্বরের এক দোকানদার বিকাশকে চিনতে পারেন। তিনিই মন্দিরের নিরাপত্তারক্ষীদের জানান। খবর যায় পুলিশেও। এর পর মন্দির থেকে বের হওয়ার সময় নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকান। কিন্তু বিকাশ একটি ভুয়ো পরিচয়পত্র দেখায়। যদিও নিরাপত্তারক্ষীরা কার্যত নিশ্চিত ছিলেন যে, ওই ব্যক্তি বিকাশই। তাই তাঁরা বিকাশকে আটকাতেই হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মন্দিরের নিরাপত্তারক্ষীরাই তাঁকে আটকে রাখেন। পরে পুলিশ এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। ওই মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কয়েক জন পুলিশকর্মী ঘিরে রেখেছেন মাস্ক পরা বিকাশকে।

গত শুক্রবার ভোর রাতে বিকাশকে ধরতে তার গ্রামে গিয়ে গুলিবৃষ্টির মুখে পড়েন উত্তরপ্রদেশের কানপুরের পুলিশকর্মী-অফিসাররা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট পুলিশকর্মীর। তার পর থেকেই বিকাশকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। বুধবার হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেলে রয়েছে বলে জানতে পেরে সেখানে হানা দেওয়ার কিছুক্ষণ আগেই পালিয়ে যায় সে। কিন্তু উজ্জয়িনীর মন্দির থেকে আর পালাতে পারল না গ্যাংস্টার বিকাশ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমণ প্রায় ২৫ হাজার, সুস্থ প্রায় ২০ হাজার

অন্য দিকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে এ দিন সকালেই মৃত্যু হয়েছে বিকাশের দুই শাগরেদের। তাদের মধ্যে প্রভাত গত কাল বুধবার ফরিদাবাদের হোটেলে বিকাশকে ধরতে হানা দেওয়ার সময় গ্রেফতার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর তাকে কানপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টায়ার পাল্টাচ্ছিলেন পুলিশকর্মীরা। সেই সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাত। পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় সে। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রভাতের (ইনসেটে) সঙ্গে এনকাউন্টারের পর ঘটনাস্থলে পুলিশকর্মীরা। ছবি: পিটিআই

আরও পড়ুন: চিনা দখলে চার ফিঙ্গার নিয়েই চিন্তা ভারতের

আবার বিকাশেরই অন্য সহযোগী প্রবীণ ওরফে বৌবা দুবের মৃত্যু হয়েছে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে। উত্তরপ্রদেশের এটাওয়ার কাছে এ দিন ভোর ৩টে নাগাদ একটি সুইফ‌্ট ডিজায়ার গাড়ি চুরি করে চার দুষ্কৃতী। তার প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশ তাদের আটকায়। পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে গুলিবিদ্ধ হয় ওই চার দুষ্কৃতীর এক জন। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পরে তার পরিচয় জানতে পারে পুলিশ। প্রবীণকে ধরতে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE