ফাইল ছবি।
আবার তাপপ্রবাহের সতর্কতা। শনিবার থেকে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে ফের তাপমাত্রা বাড়তে পারে চড়চড় করে। রোদের তাপে ফের অনুভূত হতে পারে তাপদাহ। সম্প্রতি রাজধানী দিল্লিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বিশেষ স্থায়ী হবে না। জানিয়ে দিল মৌসম ভবন।
শনিবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা জারি হলেও, রবিবার পর্যন্ত রাজধানী ও সংলগ্ন এলাকার আবহাওয়া মনোরমই থাকবে বলে জানানো হয়েছে। সোমবার থেকে দিল্লিতেও নতুন করে তাপপ্রবাহ শুরু হতে পারে।
মৌসম ভবনের জারি করা সর্বশেষ আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই মধ্যপ্রদেশের উত্তরাংশ ও মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ শুরু হবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজস্থানে এবং রবি ও সোমবার হরিয়ানা, দিল্লি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিদর্ভে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
i) Fresh spell of Heat wave conditions likely to commence over Northwest India from 07th May and over central India from 08th May, 2022:
— India Meteorological Department (@Indiametdept) May 5, 2022
north Madhya Maharashtra on 05th May
Rajasthan during 07th-09th May pic.twitter.com/xfF1h3RqiH
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েক দিন ধরে উত্তর ভারতের কিছু অংশে ঝড়বৃষ্টি চলছে। ফলে নেমে এসেছে তাপমাত্রাও। কিন্তু এই মনোরম আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না বলে বৃহস্পতিবারই জানিয়ে দিল হাওয়া অফিস। এখন প্রশ্ন, মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের কতটা প্রভাব পড়বে পশ্চিম বাংলায়?
অন্য দিকে, ভারতেরই বিস্তীর্ণ অংশে একই সঙ্গে প্রবল বৃষ্টিপাতের পরিস্থিতিও তৈরি হচ্ছে। মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরের উপর তৈরি নিম্নচাপের জেরে শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন ওই এলাকার সমস্ত মৎস্যজীবীকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy