Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Delhi Chandni Chowk Market

ফরাসি রাষ্ট্রদূতের মোবাইল চুরি গেল দিল্লির চাঁদনি চক মার্কেটে! কেনাকাটা করতে বেরিয়ে বিপত্তি, ধৃত চার

মোবাইল হারিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ফরাসি রাষ্ট্রদূত। তিনি জানান, চাঁদনি চক মার্কেটে স্ত্রীকে সঙ্গে নিয়ে দীপাবলির বাজার করতে বেরিয়েছিলেন। সেই সময়ে তাঁর মোবাইল চুরি যায়।

দীপাবলির আগে দিল্লির চাঁদনি চক মার্কেটে ভিড়।

দীপাবলির আগে দিল্লির চাঁদনি চক মার্কেটে ভিড়। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:১৭
Share: Save:

ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথৌয়ের মোবাইল চুরি গিয়েছে দিল্লির চাঁদনি চক মার্কেটে। স্ত্রীকে সঙ্গে নিয়ে কিছু দিন আগে তিনি দীপাবলির বাজার করতে বেরিয়েছিলেন। ঘুরে ঘুরে দেখছিলেন চাঁদনি চকের বাজার। সেই সময়েই তাঁর মোবাইল ফোনটি হারিয়ে যায় বলে অভিযোগ। ২০ অক্টোবরের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

মোবাইল হারিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ফরাসি রাষ্ট্রদূত। অনলাইন মাধ্যমে দ্রুত তিনি একটি ই-অভিযোগ দায়ের করেন। ফরাসি দূতাবাস থেকে তার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত এ বিষয়ে পদক্ষেপের জন্য পুলিশকে নির্দেশও দেওয়া হয় দূতাবাস থেকে। তার পরেই মোবাইল খুঁজতে তৎপর হয় দিল্লি পুলিশ। রাষ্ট্রদূত তাঁর অভিযোগপত্রে জানিয়েছিলেন, তাঁর মোবাইল ফোনটি জামার পকেটেই রাখা ছিল। চাঁদনি চক মার্কেটের জৈন মন্দিরের সামনে ঘোরার সময়ে সেখান থেকে তা উধাও হয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বাজার এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। চার জনকে সেখান থেকেই চিহ্নিত করেন তদন্তকারীরা। তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর, চার জনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। চুরি যাওয়া মোবাইলটিও তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

ভারতে ফরাসি রাষ্ট্রদূতের হাতে তাঁর হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরিয়ে দেওয়ার পর দিল্লি পুলিশ একটি বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছে। ধৃতেরা ট্রান্স-যমুনা এলাকার বাসিন্দা। তাঁদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঁদনি চক মার্কেটে চোর এবং পকেটমারদের একটি চক্র দীর্ঘ দিন ধরেই সক্রিয় বলে অভিযোগ। বহু বার বহু সাধারণ মানুষের মোবাইল, টাকার ব্যাগ সেখান থেকে চুরি গিয়েছে। ধৃত চার জনকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের মাথা পর্যন্ত পৌঁছতে চাইছে পুলিশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE