Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Mumbai

মুম্বইয়ে শতবর্ষ প্রাচীন বহুতল ধসে মৃত ৭, দায় নিয়ে চাপানউতোর

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।

মুম্বইয়ে বহুতল ধসে মৃত্যু, ছবি: পিটিআই

মুম্বইয়ে বহুতল ধসে মৃত্যু, ছবি: পিটিআই

মুম্বই শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৩:৩১
Share: Save:

মুম্বইয়ে ১০০ বছরের পুরনো বহুতল ভেঙে মৃত্যু হল সাত জনের। মঙ্গলবার সকালে ডোংরি এলাকায়, একটি চার তলা বাড়ির একাংশ ধসে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ট্যান্ডেল স্ট্রিটের ওই বাড়িটিতে অন্তত ১৫টি পরিবার বাস করতেন। তাঁরা সকলেই ওই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। ইতিমধ্যেই দুই শিশু-সহ আট জনকে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের ফড়ণবীস সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘‘এ দিন সকাল ১১টা ৪০ নাগাদ আচমকাই বিকট আওয়াজে ভেঙে পড়ে কেশরবাঈ নামের ওই বহুতলটি। তখন মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। চারপাশে সকলেই তখন বাড়ি ধসে পড়েছে, বাড়ি ধসে পড়েছে বলে চিৎকার করছিল।’’ দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। দ্রুত আশপাশের বাড়িগুলিও খালি করে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাবিব হাসপাতাল ও জে জে হাসপাতালে। মুম্বই পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন মহিলা-সহ সাত জনের মৃত্যু হয়েছে। আহতরা জে জে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রাথমিক ভাবে উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। ঢোকার জায়গা না থাকায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই রাখতে হয় অ্যাম্বুল্যান্স। প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে থাকাতেও সমস্যা দেখা দেয়। নতুন করে ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে আপাতত দূরে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) সূত্রে জানানো হয়েছে, ইমামবাড়া মিউনিসিপ্যাল সেকেন্ডারি গার্লস স্কুলে খোলা হয়েছে ত্রাণশিবির। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফের তিনটি দল।

এমন ভয়াবহ বহুতল দুর্ঘটনার পর উঠে আসছে বহু প্রশ্ন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, লাগাতার বৃষ্টির ফলে বহুতলের ভিত দুর্বল হয়েই এই দুর্ঘটনা ঘটেছে। বাড়িটি আগে কেন সংস্কার করা হয়নি কেন, তা নিয়ে মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির (এমএইচএডিএ) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ‘‘বাড়িটি সংস্কারের কোনও সদিচ্ছাই দেখায়নি এমএইচএডিএ। এমনকি, সংস্কারের জন্য প্রয়োজনীয় টাকাও বরাদ্দ করা হয়নি।’’ কারও বক্তব্য, ‘‘অনুমতির জন্য বিএমসির কাছে বহুবার আবেদন করেলেও তা গ্রাহ্য হয়নি। কিন্তু, এবার আর ওদের জন্য অপেক্ষা করব না। আমরা নিজেরাই পয়সা খরচ করে বাড়ি সংস্কার করব।’’

এমন দুর্ঘটনার পর, চাপে পড়ে ঠিকাদারের ঘাড়েই দোষ চাপিয়েছে এমএইচএডিএ। সংস্থাটির চেয়ারম্যান উদয় সামন্তের দাবি, ‘‘এক ঠিকাদারকে বহুতলটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১২ সাল থেকে ২০১৯ সালের মধ্যে সেই কাজ শেষ করার কথা ছিল। আমরা সব দোষ স্বীকার করছি। যাঁরা এই দুর্ঘটনার জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

’’Mumbai: House collapse:Kesar Bhai bldg,MA Mrg, Abdul Hamid Darga, Dongri

Grd+ upper 3 floored entire bldg ws collapsed. Ppl trapped under debris. Search and rescue operation in progress with rescue tools.@NBTMumbai @NBTsunderchand @mybmc @PMOIndia @Central_Railway @MCGM_BMC pic.twitter.com/Lh8jRDGzKQ

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তিনি বলেন, ‘‘প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত ১৫টি পরিবার ধ্বংসস্তূপে আটকে পড়েছেন। তাঁদের নিরাপদে বার করে আনাই আপাতত সরকারের মূল লক্ষ্য। বহুতলটি ১০০ বছরের পুরোন। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত হবে।’’ উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুম্বইয়ের পুলিশ কমিশনার সঞ্জয় বারভে-ও।

এ ঘটনায় টুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তা দিয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী। ধ্বংসস্তূপে যাঁরা আটকে, তাঁদের যাতে নিরাপদে বের করা যায় সে জন্য়ও প্রার্থনা করেছেন তিনি।

আরও পড়ুন: সহজ পাটিগণিত, কুমারস্বামী সরকার সংখ্যালঘু, সুপ্রিম কোর্টে বললেন বিদ্রোহী বিধায়করা

আরও পড়ুন : মিরাজ দুর্ঘটনায় মৃত পাইলট স্বামীর মতোই বায়ুসেনায় যোগ দেবেন গরিমা​

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূত্র অনুসারে, মুম্বই বা ঢাকার মতো বিশ্বের জনবহুল শহরগুলিতে বহুতলের নিরাপত্তা একটি বড় ইস্যু। গত মে মাসেই শহরের ৪৯৯টি বাড়িকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে বিএমসি। গত মার্চ মাসেই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশনে ফুট ব্রিজ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাতে ছ’জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন তিরিশ জন। তার রেশ কাটতে না কাটতেই গত ২ জুলাই, মালাড এলাকায় দেওয়াল ধসে মৃত্যু হয় ২৯ জনের। গুঁড়িয়ে যায় অন্তত ১৫০টি ঝুপড়ি। মঙ্গলবার সেইসব দুঃসহ স্মৃতি ফের ধাক্কা দিয়ে গেল মুম্বইকে।

অন্য বিষয়গুলি:

Mumbai Dongri House collapse Debris NDRF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy