নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুলবাস। সোমবার সকালে হরিয়ানার পঞ্চকুলার এই ঘটনায় ৪০ জন খুদে স্কুলপড়ুয়া আহত হয়েছে। ওই পড়ুয়াদের পিঞ্জোর হাসপাতাল এবং সেক্টর সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসে থাকা এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার সকালে স্কুলপড়ুয়াদের নিয়ে পঞ্চকুলা শহরের দিকে যাচ্ছিল হরিয়ানা পরিবহণ নিগমের একটি বাস। পিঞ্জোরের নউলটা গ্রামের কাছে সেটি উল্টে যায়। আহত পড়ুয়াদের উদ্ধার করতে দৌড়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। আহত পড়়ুয়াদের বাস থেকে বার করে এনে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। তা ছাড়া ওই এলাকায় রাস্তার অবস্থা খারাপ বলেও জানিয়েছেন স্থানীয়রা। এই দুইয়ের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় বলে মনে করছে পুলিশ। তবে কী কারণে দুর্ঘটনা, তার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।