কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডি। —ফাইল চিত্র।
মারা গেলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডি। রবিবার ভোর রাতে হায়দরাবাদের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৭৭ বছর।
জয়পাল রেড্ডি বহু দিন ধরেই অসুস্থ ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীনই তিনি রাত দেড়টা নাগাদ মারা যান।
জয়পাল রেড্ডি ১৯৮৪ সাল থেকে সাংসদ। লোকসভায় ৫ বার এবং রাজ্যসভায় দু’বারের সাংসদ তিনি। ইন্দ্রকুমার গুজরাল মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছিলেন। ইউপিএ-২ জমানায় নগরোন্নয়ণমন্ত্রী হয়েছিলেন। প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম মন্ত্রকও সামলেছেন তিনি।
I’m sorry to hear about the sad demise of former Union Minister & veteran Congress leader Shri Jaipal Reddy Garu. An outstanding parliamentarian, great son of Telangana, he dedicated his entire life towards public service. My deepest condolences to his family & friends.
— Rahul Gandhi (@RahulGandhi) July 28, 2019
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাহুল গাঁধী-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। রাহুল গাঁধী টুইট করেন, ‘এমন একজন নেতাকে হারানোর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অসাধারণ সাংসদ ছিলেন। তেলঙ্গানার মহান সন্তান তিনি। নিজের সমস্ত জীবন জনগণের কাজে উৎসর্গ করেছিলেন।’ তেলঙ্গানার কংগ্রেস নেতা উত্তমকুমার রেড্ডি টুইট করে জানিয়েছেন, কংগ্রেস পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল।
Deeply saddened & pained by the sudden demise of one of Telangana’s greatest sons - Shri Jaipal Reddy garu. He was a 4 term MLA, 5 term Lok Sabha MP, 2 term Rajya Sabha MP & a former Union minister. It is a huge personal loss for me & for the @INCIndia family. We will miss him. pic.twitter.com/dvozZgFhf8
— Uttam Kumar Reddy (@UttamTPCC) July 28, 2019
আরও পড়ুন: ‘মমতার তোষণ-নীতির জন্য সামাজিক সম্প্রীতি ক্ষুণ্ণ হচ্ছে’, বিস্ফোরক কেশরীনাথ
সোমবার তাঁর শেষকৃত্য হওয়ার কথা।
আরও পড়ুন: চেয়েও ট্রাম্পের সময় পাচ্ছেন না মোদী
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy