Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Manipur Violence

মণিপুরের হিংসায় ইন্ধন দিচ্ছে চিন, অভিযোগ প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নরবণের

চিনা গুপ্তচর সংস্থা ধারাবাহিক ভাবে মণিপুর-সহ উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের অস্ত্র, পরিকাঠামো এবং পরিকাঠামোগত সহায়তা করে বলে অভিযোগ উঠে এসেছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে।

Former Army chief General MM Naravane says, involvement of China in the Manipur violence cannot be ruled out

জেনারেল মনোজ মুকন্দ নরবণে। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৮:২১
Share: Save:

মণিপুরে ধারাবাহিক হিংসার নেপথ্যে চিনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। প্রাক্তন সেনাপ্রধান বলেন, ‘‘উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে ধারাবাহিক ভাবে মদত দেয় চিন। মণিপুরের সাম্প্রতিক হিংসার নেপথ্যেও চিনা মদতের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না।’’

গত তিন মাস ধরে মণিপুরে ধারাবাহিক হিংসাপর্বে জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন নরবণে। সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘আমি নিশ্চিত উত্তর-পূর্বাঞ্চলে অশান্তি পাকাতে চিনের ভূমিকা সম্পর্কে সরকার অবহিত। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকেরা প্রয়োজনীয় পদক্ষেপও করছেন।’’ পূর্ব লাদাখের মতোই উত্তর-পূর্বাঞ্চলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র স্থিতিশীলতা নষ্ট করার জন্য চিনা ফৌজ সক্রিয় বলেও অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত, কয়েক দশক ধরেই অসম, নাগাল্যান্ড, মণিপুর-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয় জঙ্গিদের ঘাঁটি রয়েছে মায়ানমারে। সেখানে চিনা গুপ্তচর সংস্থা ধারাবাহিক ভাবে উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের অস্ত্র এবং পরিকাঠামোগত সহায়তা করে বলে অভিযোগ। গোয়েন্দা সূত্রের খবর, চিনা মদতপ্রাপ্ত জঙ্গিগোষ্ঠীগুলির তালিকায় রয়েছে কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্ট, ইউনাইটেড কুকি লিবারেশন ফ্রন্ট-সহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর। মণিপুরে সাম্প্রতিক গোষ্ঠীহিংসায় যাদের ‘ভূমিকা’ রয়েছে বলে অভিযোগ।

অন্য বিষয়গুলি:

Manipur Violence Manipur MM Naravane Indian Army China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy