Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Fish Import

ছিনতাইয়ের জেরে বন্ধ মাছ আমদানি

বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ৯ জুলাই ২০টি ছোট গাড়িতে করে প্রায় ৬০ হাজার কেজি মাছ রফতানি হয়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

বাপি রায়চৌধুরী
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০২:৫৭
Share: Save:

কোভিড অতিমারির কারণে তিন মাস বন্ধ থাকার পর গত ১৯ জুন বাংলাদেশ থেকে মাছ আসতে শুরু করেছিল ত্রিপুরায়। কিন্ত আগরতলা স্থলবন্দর এলাকা থেকেই মাছ ভর্তি একটি ট্রাক ছিনতাই হওয়ায় গত ১৪ দিন ধরে বন্ধ হয়ে রয়েছে মাছ আমদানি। বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের মাছ ব্যবসায়ীদের অভিযোগ, মাছ ছিনতাই করেছে আগরতলার কিছু বিজেপি সমর্থক দুষ্কৃতী। তারা এর তদন্ত ও মাছের টাকা ফেরতের দাবি জানিয়েছে। বামপন্থী ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন ও সারা ভারত মৎস্যশ্রমিক ফেডারেশনও বিষয়টি নিয়েসরব হয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য, তাঁরা এই বিষয়ে কিছু জানেন না।

বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ৯ জুলাই ২০টি ছোট গাড়িতে করে প্রায় ৬০ হাজার কেজি মাছ রফতানি হয়। এর মধ্য থেকে শিলচরে যাওয়ার পথে আগরতলা স্থলবন্দর এলাকা থেকে মাছ ভর্তি একটি ট্রাক ছিনতাই করে বিজেপির সমর্থিত কয়েক জন দুষ্কৃতী। এমন ঘটনা কখনওই ঘটেনি এর আগে। ঘটনাটি দু’দেশের বাণিজ্য-সম্পর্কে আঁচ ফেলছে বলেও তাঁরা মনে করছেন।

বামপন্থী ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন ও সারা ভারত মৎস্যশ্রমিক ফেডারেশনও বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা দু’দেশের সম্পর্ক খারাপের দিকে নিয়ে যাবে| সংগঠন দু’টির মতে, বিজেপি-আইপিএফটি সরকারের আমলে ‘কমিশন আদায়ের চল’ হওয়ায় এত দিন রাজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছিল। সমস্যাটি এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে।

দলীয় ভাবে বিষয়টি না-জানার কথা বললেও, বিজেপির স্থানীয় বিধায়ক সুরজিত দত্ত সমস্যা মেটানোর চেষ্টা শুরু করেছেন। তিনি বাংলাদেশের আখাউড়ার ব্যবসায়ী সংগঠন ও আখাউড়া পুরসভার মেয়রের সঙ্গে কথা বলেছেন। মেয়র তাকজিল খলিফা রবিবার ফোনে এই বিষয়ে বলেন, “আগরতলার মানুষের সঙ্গে আখাউড়ার আত্মীয়তা সম্পর্ক। মাছ ছিনতাইয়ের ঘটনায় মাছ রফতানিতে যে সঙ্কট তৈরি হয়েছে, তা নিয়ে সৌমবার আখাউড়ায় মাছ রফতানিকারীদের ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা হবে। আগরতলা আন্তরিক হলে, আশা করছি সঙ্কট থাকবে না।”

অন্য বিষয়গুলি:

Fish Import Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy