বেঙ্গালুরু-হাওয়া এক্সপ্রেসের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ছবি টুইটার।
বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে আগুন-আতঙ্ক। রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেনের একটি কোচে আগুন লাগে। তবে যাত্রীরা সুরক্ষিতই রয়েছেন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ট্রেনটি। এক্সপ্রেসের এস৯ এসি কোচে আগুন দেখা যায়। সেই সময় ট্রেনটি অন্ধ্রপ্রদেশের চিত্তোরের মধ্য দিয়ে যাচ্ছিল। আগুন দেখা মাত্রই কুপ্পাম স্টেশনে থামানো হয় ট্রেনটিকে। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
Chittoor, Andhra Pradesh | Local police rushed to rescue passengers after a fire broke out in a bogie of the Bangalore - Howrah express train. No casualties have yet been reported. Fire is being doused. Further details awaited pic.twitter.com/gO4XVFxSod
— ANI (@ANI) November 27, 2022
অগ্নিকাণ্ডের জন্য সঙ্গে সঙ্গে ট্রেন থেকে যাত্রীদের নামানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল।
রেল সূত্রে খবর, একটি কোচে ব্রেক কষার ফলে ঘর্ষণ থেকেই ধোঁয়া বেরোয়। ক্ষতিগ্রস্ত ব্রেকটি মেরামত করার কাজ চলছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেনটি বর্তমানে রওনা দিয়েছে কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy