ছত্তীসগঢ়ে বাণিজ্যিক কমপ্লেক্সে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবি: সংগৃহীত।
বিধ্বংসী অগ্নিকাণ্ড ছত্তীসগঢ়ের কোরবা জেলায়। সোমবার ট্রান্সপোর্ট নগর এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লাগে। প্রাণ বাঁচাতে কমপ্লেক্সের দোতলা থেকে ঝাঁপ দেন কয়েক জন। তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার দুপুর দেড়টায় আগুন লাগে। ওই কমপ্লেক্সে ১৮ থেকে ২০টি দোকান রয়েছে। একটি ব্যাঙ্কও রয়েছে ওই কমপ্লেক্সে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান।
আগুনে ক্ষতি হয়েছে কমপ্লেক্সের বেশ কয়েকটি দোকানের। কোরবার জেলাশাসক সঞ্জীব কুমার ঝা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
#WATCH | A fire broke out in Transport Nagar market of Korba in Chhattisgarh today.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 19, 2023
Three people have died and over ten people were rescued in the fire incident, said Sanjeev Kumar Jha, Collector Korba. pic.twitter.com/OJT45cxhqu
রবিবার মহারাষ্ট্রের পুণের গঙ্গাধাম চক এলাকার কাছে একটি গুদামে আগুন লেগেছিল। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গুদামগুলিতে। প্রায় ২০ থেকে ২৫টি গুদাম ভস্মীভূত হয়ে গিয়েছিল। এর আগে, দিল্লির মুখার্জি নগর এলাকার একটি কোচিং সেন্টারের বহুতল বাড়ির পাঁচ তলায় আগুন লেগেছিল। প্রাণ বাঁচাতে কয়েক জন বহুতল থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy