প্রতীকী ছবি।
‘সিং ইজ় কিং’, ‘নমস্তে লন্ডন’, ‘ফোর্স’, ‘কমান্ডো’-র মতো সফল হিন্দি ছবির নির্মাতা তিনি। সেই প্রযোজক-পরিচালক বিপুল শাহকে এ বার গল্প ফেঁদে প্রতারণার অভিযোগ উঠল। দুষ্প্রাপ্য ধাতুর ব্যবসায় বিনিয়োগের নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে তিন জনের নামে মামলা করেছেন বিপুল।
অভিযোগ, ২০১০ সালে নাগপুরে বিপুল ও তাঁর বন্ধু বিনীতের (বিপুলের ব্যবসার অংশীদারও তিনি) সঙ্গে তাঁদের দফতরে গিয়ে দেখা করে অভিযুক্তেরা। ছবির পিছনে ১০০ কোটি টাকা ঢালবার প্রতিশ্রুতি দেয় তারা। বিপুলদের বলা হয়, দুষ্প্রাপ্য ধাতু ইরিডিয়াম রয়েছে, ব্রিটিশ আমলের এমন কিছু মুদ্রা ও প্রাচীন ধাতব বস্তু সংগ্রহ করে তারা। বহুমূল্য ইরিডিয়ামের ‘অতিপ্রাকৃত’ ক্ষমতা রয়েছে বলে অনেকেই বিশ্বাস করেন। তা ছাড়া বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিভাগেও এর বিপুল চাহিদা রয়েছে। ইরিডিয়াম খোঁজার লোভনীয় ব্যবসায় বিপুলদের লগ্নির প্রস্তাব দেওয়া হয়। ইরিডিয়াম খুঁজতে অভিযুক্তদের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরেন বিপুলেরা। তিন জনকে কিছু টাকাও দেন তাঁরা। সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি খরচের পরে বিপুল-বিনীত বোঝেন, তাঁরা প্রতারিত হয়েছেন। সম্প্রতি নাগপুর পুলিশের কাছে তাঁরা অভিযোগ জানান। তদন্তে নেমে রাজ সিংহ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনের খোঁজ চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy