ফ্যাশন ডিজ়াইনারের দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল দিল্লিতে। বৃহস্পতিবার সকালে দিল্লির সফদরজং এনক্লেভ এলাকায় নিজের বাড়ি থেকে ২৬ বছর বয়সি এক তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম দীপিকা। তিনি পেশায় ফ্যাশন ডিজ়াইনার।
আরও পড়ুন:
আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। আত্মহত্যা হলেও কেন তরুণী নিজেকে শেষ করলেন, তা-ও স্পষ্ট নয়। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য এমসে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
মৃত তরুণীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বাড়ি থেকে তরুণীর স্যুইসাইড নোট উদ্ধার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।