Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Snake Bite

স্বপ্ন দেখতেন জিভে ছোবল মারছে সাপ, দোষ কাটাতে জ্যোতিষীর পরামর্শে জিভই খোয়ালেন চাষি!

জ্যোতিষীর পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করার জন্য সর্পদেবীর মন্দিরে পৌঁছন চাষি। পুজোআর্চা করেন। তার পর সকলের নজর এড়িয়ে মন্দিরের পাশে সাপের গর্তের সামনে চলে যান।

সাপের ছোবলে জিভ খোয়ালেন চাষি! প্রতীকী ছবি।
সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৬:৫৩
Share: Save:

তিনি রোজ স্বপ্ন দেখতেন চন্দ্রবোড়া সাপ জিভে ছোবল মারছে। আর তখনই ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসে পড়তেন। প্রতি দিন একই স্বপ্ন দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এক চাষি। এই দোষ কাটাতে শেষমেশ তিনি শরণাপন্ন হন এক জ্যোতিষীর।

তাঁর কাছে সব কথা খুলে বলেন চাষি। সব শোনার পর জ্যোতিষী তাঁকে জানান, এই দোষ কাটাতে একটা উপায় আছে। এর পরই তিনি চাষিকে পরামর্শ দেন, এলাকায় কোনও সর্পদেবীর মন্দির থাকলে সেখানে গিয়ে পুজোআর্চা এবং কিছু রীতিনীতি পালন করতে হবে। যে সাপের স্বপ্ন দেখেন, প্রয়োজনে সেই সাপের ছোবলও নিতে হবে জিভে। তা হলেই দোষমুক্ত হবেন।

জ্যোতিষীর পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করার জন্য সর্পদেবীর মন্দিরে পৌঁছন চাষি। পুজোআর্চা করেন। তার পর সকলের নজর এড়িয়ে মন্দিরের পাশে সাপের গর্তের সামনে চলে যান। গর্তে চন্দ্রবোড়া সাপ ছিল। গর্তের মধ্যে জিভ ঢুকিয়ে দিতেই সাপ পর পর তিন বার ছোবল মারে। ছোবল খেয়েই মাটিতে পড়ে যান চাষি। বিষয়টি নজরে যায় মন্দিরের পুরোহিতের। তখন তিনি ছুটে গিয়ে চাষিকে উদ্ধার করেন। বিষ যাতে সারা শরীরে ছড়িয়ে না পড়ে তৎক্ষণাৎ চাষির জিভ কেটে দেন পুরোহিত। তার পর সেই অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় চাষিকে। চিকিৎসকরা জানিয়েছেন, বিষের কারণে চাষির জিভের স্নায়ুগুলি অকেজো হয়ে গিয়েছে। ঘটনাটি তামিলনাড়ুর ইরোডের কোপিচেত্তিপালায়ামের। জ্যোতিষীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

snake bite Tamilnadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE