Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Explosion at Hyderabad Hotel

হায়দরাবাদের জুবিলি হিল্‌সে হোটেলে বিস্ফোরণ! আহত কয়েক জন, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, তদন্তে পুলিশ

বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, হোটেলের পাঁচিল ভেঙে পড়ে। পাঁচিল থেকে ইট এবং পাথর ছিটকে ২০ মিটার দূরে গিয়ে পড়ে।

এই হোটেলেই বিস্ফোরণ হয়েছে। ছবি: সংগৃহীত।

এই হোটেলেই বিস্ফোরণ হয়েছে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৩:৩৬
Share: Save:

হায়দরাবাদের জুবিলি হিল্‌সে একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে রবিবার সকালে। বিস্ফোরণে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, হোটেলের পাঁচিল ভেঙে পড়ে। পাঁচিল থেকে ইট এবং পাথর ছিটকে ২০ মিটার দূরে গিয়ে পড়ে। হোটেল সংলগ্ন ছ’টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, হোটেলের রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। হোটেলের পাশেই রয়েছে বসতি এলাকা। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সেখানেও। লোকজন ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ডেপুটি পুলিশ কমিশনার বিজয় কুমার এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বেঙ্কটগিরি-সহ পুলিশের শীর্ষকর্তারা হোটেলে যান। ঘটনাস্থল ঘুরে দেখেন। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা।

অন্য দিকে, খাইরাতাবাদের বিধায়ক দানাম নগেন্দ্র ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন তিনি। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, হঠাৎই জোরালো একটি আওয়াজ হয়। তার পরই ইট, পাথর ছিটকে বাড়ির দিকে আসতে শুরু করে। হোটেলের কাছেই যে হেতু বাড়িগুলি রয়েছে, বিস্ফোরণের জেরে কম্পন হওয়ায় সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে রেফ্রিজারেটরের কম্প্রেসারের কারণে বিস্ফোরণ, না কি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

Explosion Hotel hyderabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE