দেশের বিভিন্ন আদালতে মামলা লড়তে গিয়ে গত ১০ বছরে ৪০০ কোটি টাকারও বেশি খরচ করেছে কেন্দ্র। সরকারি হিসাব অনুসারে, ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে ৪০৯ কোটিরও বেশি টাকা খরচ করতে হয়েছে কেন্দ্রকে। এর মধ্যে শুধু গত অর্থবর্ষেই (২০২৩-২৪) ৬৬ কোটি টাকা বিভিন্ন মামলায় খরচ করেছে কেন্দ্রীয় সরকার, যা ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় ন’কোটি টাকা বেশি।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে প্রায় প্রতি বছরেই আদালতে মামলা লড়ার জন্য কেন্দ্রের খরচ বৃদ্ধি পেয়েছে। ব্যতিক্রম কেবল করোনাকালের দু’টি অর্থবর্ষ। ২০১৪-১৫ অর্থবর্ষে মামলা লড়ার জন্য কেন্দ্রের খরচ হয়েছে ২৬ কোটি ৬৪ লক্ষ টাকা। ২০১৫-১৬ অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭ কোটি ৪৩ লক্ষ টাকা।
চলতি মাসেই সংসদের বাজেট অধিবেশনের সময়ে রাজ্যসভায় কেন্দ্র জানিয়েছে, দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন প্রায় সাত লক্ষ মামলায় যুক্ত রয়েছে সরকারপক্ষ। তার মধ্যে প্রায় দুই লক্ষ মামলায় যুক্ত রয়েছে কেবল অর্থ মন্ত্রক। কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংসদে এ তথ্য তুলে ধরেন। পিটিআই জানিয়েছে, মামলা লড়ার জন্য জাতীয় স্তরে একটি নীতি প্রণয়ন করার পরিকল্পনা করছে কেন্দ্র। বিচারাধীন মামলাগুলিতে গতি আনার লক্ষ্যে এই নীতির পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত ওই নীতির খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। আগামী দিনে সেটি মন্ত্রিসভায় পেশ করা হতে পারে।
আরও পড়ুন:
বস্তুত অনেক মামলায় কেন্দ্র শুরুর দিকে সরাসরি যুক্ত থাকে না। পরে মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রয়োজন বোধ করলে আদালত সরকারপক্ষকে যুক্ত করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাই কোর্টে এমন প্রচুর মামলা রয়েছে। পাশাপাশি অনেক জনস্বার্থ মামলাতেও সরকারপক্ষকে যুক্ত করা হয়ে থাকে।