দরজায় আটকে গিয়েছে হাতি! ছবি সৌজন্য টুইটার।
খাবারের সন্ধানে মাঝেমধ্যেই লোকালয়ে চলে আসে হাতির দল। কখনও ধানক্ষেতে, কখনও গ্রামে ঢুকে, আবারও কখনও রাস্তায় খাবারের গাড়ি দাঁড় করিয়ে হাতির খাবার খাওয়ার দৃশ্য দেখা যায়। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
খাবারের খোঁজে একটি বাড়িতে ঢুকে পড়েছিল পূর্ণবয়স্ক একটি হাতি। কিন্তু বিশাল চেহারা নিয়ে সেই বাড়িতে ঢুকতেই আটকে পড়েছিল সেটি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতিটি ছোট দরজা দিয়ে নিজের শরীরকে বার করার চেষ্টা করছে।
নীচু হয়ে শরীরের সামনের দিকটা দরজার বাইরে বার করতে পারলেও পিছনের অংশ আরও স্থূল হওয়ায় আটকে যায়। না, হাতি কিন্তু হাল ছাড়েনি। আরও নীচু হয়ে শরীরকে নানা ভাবে বাঁকিয়ে এদিক ওদিক করে শেষমেশ বাইরে বেরোয়।
I bet you may not have seen a better quality control inspector than this one. 🥰
— SAKET (@Saket_Badola) September 12, 2022
VC: SM @susantananda3 @AwanishSharan @arunbothra @supriyasahuias @deespeak pic.twitter.com/Oz4OaCZFdl
আটকে পড়ে কী ভাবে অতি সম্তর্পণে নিজেকে মুক্তি করল হাতিটি, তা দেখে সত্যিই স্তম্ভিত হতে হয়। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন আইএফএস আধিকারিক সকেত বাদোলা। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘বাজি ধরছি, এর থেকে ভাল কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টর আগে কখনও দেখেননি।’
এক গ্রাহক বিস্ময় প্রকাশ করেছেন, ‘অত ছোট দরজা দিয়ে হাতিটি ঢুকল কী ভাবে?’ আবার এক জন লিখেছেন, ‘ছোট্ট একটি দরজা দিয়ে হাতিটি যে ভাবে বেরোল, তা সত্যিই অসাধারণ।’ এক জন আবার রসিকতা করে বলেছেন, ‘এই ইনস্পেক্টর খুবই ভারী।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy