Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Tandav Nritya

শিবের ভক্ত হয়ে পড়লেন মিশরের মুসলিম তরুণী, পরিবারের আপত্তি উড়িয়ে মঞ্চে তাণ্ডব নৃত্য পরিবেশন

রেভা আদতে মিশরের বাসিন্দা। গুজরাতের বরোদা এমএস বিশ্ববিদ্যালয়ে পারফরমিং আর্টস নিয়ে পড়াশোনা করছেন। গত চার বছর ধরে।

image of Egyptian woman dancing tandav

মিশর থেকে এ দেশে পড়তে এসে মুসলিম তরুণী হয়েছেন ‘শিবভক্ত’। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৬
Share: Save:

গায়ে বাঘছাল। গলায় রুদ্রাক্ষের মালা। মঞ্চের উপর তাণ্ডব করছেন তরুণী। সেই তাণ্ডব নৃত্য দেখে বিস্মিত দর্শকেরা। তরুণীর নাম রেভা আবদেল নাসের। মিশর থেকে এ দেশে পড়তে এসে মুসলিম তরুণী হয়ে গিয়েছেন ‘শিবভক্ত’। পরিবারের আপত্তি সত্ত্বেও মঞ্চে নাচেন ‘তাণ্ডব নৃত্য’।

রেভা আদতে মিশরের বাসিন্দা। গুজরাতের বরোদা এমএস বিশ্ববিদ্যালয়ে পারফরমিং আর্টস নিয়ে পড়াশোনা করছেন। গত চার বছর ধরে। কত্থক নাচেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এখন মঞ্চে ‘তাণ্ডব নৃত্য’ প্রদর্শন করেন। আন্তর্জাতিক মঞ্চেও বহু বার নেচেছেন। ২০২২ সালে আমদাবাদে ভাইব্রান্ট গুজরাত শিক্ষা সম্মেলনেও নেচেছিলেন তিনি। শিবরাত্রি উপলক্ষে তাঁর অনুষ্ঠান দেখে মুগ্ধ দর্শকেরা।

রেভা জানিয়েছেন, শিবের তাণ্ডব নৃত্যের থেকে বড় শিল্প আর কিছু হতে পারে না। মুসলিম হয়েই মঞ্চে তাণ্ডব নৃত্য করছেন, বিষয়টি মোটেও মেনে নেননি তাঁর বাবা। অনেক বাধা এসেছে পরিবারের তরফে। যদিও মা সব সময় সমর্থন জুগিয়েছেন বলে জানিয়েছেন রেভা।

অন্য বিষয়গুলি:

Muslim Egypt Performing Art Shivratri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy