পহেলগাঁও সন্ত্রাস ঘিরে উত্তেজনার আবহে এ বার রাজনৈতিক দোষারোপের দরজা খুললেন রাজস্থানের মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা মদন দিলাওয়ার। তাঁর অভিযোগ, নেহরু-গান্ধী পরিবারের মদতেই ভারতে সন্ত্রাসবাদ পুষ্ট হয়েছে!
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানায় নিহত হয়েছিলেন রাজস্থানের ভিলওয়ারার কয়েক জন পর্যটক। শনিবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রাজস্থানের শিক্ষা ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী মদন বলেন, ‘‘কংগ্রেস সব সময়ই সন্ত্রাসবাদীদের পক্ষে নানা যুক্তি দেয়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের তাই কোনও বিশ্বাসযোগ্যতা নেই। ওরা জাতীয় স্বার্থের কথা ভাবে না।’’
আরও পড়ুন:
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার অনমনীয় অবস্থান নিয়ে চলছে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, পহেলগাঁও হত্যাকাণ্ডের পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে জানিয়েছিলেন, জঙ্গিহানা নিয়ে কোনও রাজনীতি করতে চায় না তাঁর দল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বৃহস্পতিবার সর্বদল বৈঠকের পরে কাশ্মীরে গিয়ে সন্ত্রাস মোকাবিলার প্রশ্নে মোদী সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বলেছিলেন, ‘‘সমাজকে বিভক্ত করার লক্ষ্য নিয়েই পহেলগাঁওয়ের কাণ্ড ঘটানো হয়েছে। জঙ্গিরা যা করার চেষ্টা করছে, তা রুখতে প্রত্যেক ভারতীয়কে ঐক্যবদ্ধ হতে হবে। একজোট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
‘ভয়ঙ্কর পরিস্থিতি’! ভারতের ব্রহ্মস হানা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা
-
পহেলগাঁও কাণ্ডের পরে ‘কোপ’ পড়েছিল, সেই সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামের উপর থেকে সরছে নিষেধাজ্ঞা
-
সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান থেকে পর পর চিঠি, ভারত কি অবস্থান বদলাবে? উত্তর দিলেন জলশক্তিমন্ত্রী
-
প্রতিরক্ষায় কতটা দক্ষ ভারত? সংঘাতের পর গোয়েন্দা তথ্য নয়াদিল্লির আর এক ‘শত্রু’ দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান!
-
ভারত নিয়ে ফোনে আলোচনা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সৌদির যুবরাজের! কী কথা হল? কী বললেন শাহবাজ়