রানা আয়ুব। ফাইল চিত্র
মুম্বই বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে ওঠার আগেই সাংবাদিক রানা আয়ুবকে আটকালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই়ডি)-এর আধিকারিকরা। আয়ুবের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করেছে ইডি। মঙ্গলবার লন্ডনে যাচ্ছিলেন আয়ুব। কিন্তু বিমানে ওঠার আগেই তাঁকে আটকায় কেন্দ্রীয় ওই সংস্থা।
এমন ঘটনার মুখে পড়ে রীতি মতো ক্ষোভ উগরে দিয়েছেন রানা। টুইটারে তিনি লেখেন, ‘লন্ডনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টস-এ একটা অনুষ্ঠান ছিল। সেখানে যাচ্ছিলাম। সেখান থেকে ইটালি যাওয়ার কথা। সেখানে জার্নালিজম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আমাকে আটকে দেওয়া হল।’
I was stopped today at the Indian immigration while I was about to board my flight to London to deliver my speech on the intimidation of journalists with @ICFJ . I was to travel to Italy right after to deliver the keynote address at the @journalismfest on the Indian democracy
— Rana Ayyub (@RanaAyyub) March 29, 2022
গত ফেব্রুয়ারিতে আয়ুবের ১ কোটি ৭৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, ত্রাণ কাজের জন্য আয়ুব যে ২ কোটি ৭৭ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন, তা থেকে ৫০ লক্ষ টাকা সরিয়ে দেন বলে অভিযোগ। ইডি-র সন্দেহ, ব্যক্তিগত কাজে ওই টাকা খরচ করেছেন রানা।
উত্তরপ্রদেশ পুলিশের করা একটি এফআইআরের ভিত্তিতে ২০২১-এর ১৫ ডিসেম্বর আয়ুবকে আর্থিক তছরুপ মামলায় তলব করেছিল ইডি। ১ এপ্রিল ফের তাঁকে জেরার জন্য ডাকা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy