Advertisement
১৭ সেপ্টেম্বর ২০২৪
National

১৬ রাজ্যের ১০০টি জায়গায় ব্যাপক তল্লাশি চালাল ইডি

দেশজুড়ে বাণিজ্যিক লেনদেনের সঙ্গে জড়িত বেসরকারি সংস্থাগুলির দফতরে দফতরে জোর তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১৫:৫৩
Share: Save:

দেশজুড়ে বাণিজ্যিক লেনদেনের সঙ্গে জড়িত বেসরকারি সংস্থাগুলির দফতরে দফতরে জোর তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

কালো টাকা উদ্ধার অভিযানে কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু সহ ১৬ টি রাজ্যের ১০০টি জায়গায় ওই সব বেসরকারি সংস্থার দফতরে শনিবার জোর তল্লাশি চালান ইডি’র অফিসাররা। মুম্বইয়ের একই ঠিকানায় এমন ৭০০টি সংস্থার অস্তিত্ব রয়েছে জেনে এ দিন রীতিমতো তাজ্জব বনে যান ইডি’র কর্তারা। এই তল্লাশি চালানো হবে বলে কয়েক মাস আগেই প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছিল।

অভিযোগ, এমনই একটি সংস্থার সঙ্গে যোগসাজশ রয়েছে ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগমোহন রেড্ডির। এ দিন ইডি’র তল্লাশির হাত থেকে রেহাই পায়নি সেই সংস্থাটিও। পিএমও’র গড়ে দেওয়া একটি বিশেষ টাস্ক ফোর্সের আওতায় থাকা ইডি’র ৩০০-রও বেশি অফিসার এ দিন বেশ কয়েকটি দলে ভাগ হয়ে কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, পটনা, রাঁচী, আমদাবাদ, ভূবনেশ্বর ও চন্ডীগড়ের ১০০টি জায়গায় ওই বেসরকারি সংস্থাগুলির দফতরে হানাদারি চালান।

আরও পড়ুন- ঘণ্টায় ৭৪০০ কিমি-র নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়ার, উদ্বেগে গোটা পৃথিবীই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ED Indian Shell Companies PMO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE