ইউটিউবে ম্যাডলি রোভার নামে পরিচিত এক ডাচ নাগরিকের হাত টেনে ধরেন এক দোকানি। ছবি: সংগৃহীত।
বাজারের ভিড়ভাট্টার মধ্যে ঘুরেফিরে ভিডিয়ো তৈরি করার সময় আচমকাই তাঁর বাঁ-হাত টেনে ধরেন স্থানীয় এক দোকানি। এর পর কব্জি মুচড়ে দেন। এমনকি, তাঁকে ধাক্কা মেরে ফেলেও দেন। রবিবার বেঙ্গালুরুর সিটি মার্কেটে এমন হেনস্থার শিকার হয়েছেন বলে সমাজমাধ্যমে দাবি করলেন এক ডাচ ইউটিউবার। ওই ভিডিয়োটি ইউটিউবে পোস্ট করে তাঁর দাবি, দোকানির হাত ছাড়িয়ে বাজার থেকে পালিয়ে বেঁচেছেন তিনি। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।
সংবাদমাধ্যমের কাছে বেঙ্গালুরু (পশ্চিম)-এর পুলিশ সুপার লক্ষ্মণ বি নিমবার্গি জানিয়েছেন, পেদ্রো মোতা নামে ওই ডাচ নাগরিককে হেনস্থার অভিযোগে সিটি মার্কেটের দোকানি নবাব হায়াত শরিফকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কর্নাটক পুলিশ আইনের ৯২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
মাসখানেক ধরেই এ দেশের নানা জায়গার ভিডিয়ো পোস্ট করছেন ইউটিউবে ম্যাডলি রোভার নামে পরিচিত ওই ডাচ নাগরিক। রবিবার বেঙ্গালুরুর কেআর মার্কেটে ভিডিয়ো করতে গিয়েছিলেন তিনি। স্থানীয়দের কাছে সিটি মার্কেট নামে পরিচিত ওই বাজারে ভিডিয়ো তৈরির সময় তাঁর পথ আটকান এক দোকানি। এর পর তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ইউটিউবে সেই ভিডিয়ো পোস্ট করে পেদ্রো লিখেছেন, ‘‘বেঙ্গালুরু ঘুরে দেখতে গিয়ে বিপাকে পড়লাম। আমাকে আটকান এক রাগী মানুষ। আমার হাত টেনে ধরেন। কব্জি মুচড়ে দেন। পালানোর চেষ্টা করলে আমাকে দেখে হাসতে থাকেন।’’
@BlrCityPolice Dutch tourist/Youtuber attacked in Chicpet, Bengaluru without any reason.https://t.co/DzofarcZT0 pic.twitter.com/EaablNuzoU
— Jaspal Singh (@jaspal811982) June 11, 2023
পেদ্রোর ওই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তাতে দেখা গিয়েছে, এক বিদেশির হাত টেনে ধরে ক্যামেরা বন্ধ করার ইশারা করতে বলছেন এক দোকানি। তাঁর হাত ছা়ড়ানোর চেষ্টা করছেন বিদেশি। ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যমের বহু জনের দাবি, অভিযুক্তকে গ্রেফতার করা হোক। সে কাজই করেছে পুলিশ। যদিও অভিযুক্তের দাবি, দোকানের লাইসেন্স না থাকায় ভয় পেয়ে এ রকম করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy