আচমকা ধুলোঝড়ের দাপট দিল্লিতে। তার ফলে শুক্রবার রাত থেকে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে। অনেক বিমান দিল্লির বিমানবন্দরে নামতেই পারেনি। সেগুলি নিকটবর্তী অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। এ ছাড়া, ২০০টির বেশি বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি দিল্লি থেকে। বাতিল করা হয়েছে সাতটি বিমান। দিল্লি বিমানবন্দরের একাংশে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি যাত্রীদের। অনেকেই আটকে পড়েছেন। শুক্রবার ধুলোঝড়ের সময়ে হাওয়ার ধাক্কায় পূর্ব দিল্লিতে দেওয়াল ভেঙে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দু’জন।
গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানী এবং সংলগ্ন এলাকায়। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রির গণ্ডিও পেরিয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে আচমকা ধুলোঝড় হয় দিল্লিতে। সঙ্গে ছিল ঝিরঝিরে বৃষ্টি। আচমকা আবহাওয়ার এই পরিবর্তনে গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলেছে। কিন্তু বেড়েছে বিপদও। শুক্রবার সন্ধ্যায় ফের দিল্লির বিস্তীর্ণ অংশে ধুলোঝড় হয়। পূর্ব দিল্লিতে এক নির্মীয়মাণ বহুতলের দেওয়াল ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে। তাতেই চাপা পড়ে এক জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
শুক্রবার দিল্লি থেকে অনেক বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। যে বিমানগুলি দিল্লি বিমানবন্দরে নামার কথা ছিল, তার বেশ কয়েকটি চণ্ডীগড়ে অবতরণ করেছে। রাত থেকে টানা ১২ ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে আটকে আছেন যাত্রীরা। বিমান সংস্থার তরফেও নির্দিষ্ট করে কোনও সময় তাঁদের জানানো যাচ্ছে না। ভোগান্তির কথা সমাজমাধ্যমে জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। এক যাত্রী দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এর কাছে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ জানিয়েছেন। সেখানে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও ভিডিয়ো দেখিয়ে দাবি করেছেন তিনি। এই সমস্ত ছবি এবং ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ধুলোঝড়ের ফলে শহরের নানা প্রান্তে গাছ ভেঙে পড়েছে। তাতে রাস্তা আটকে যাওয়ায় যানজট সৃষ্টি হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিয়োতে দেখা গিয়েছে, গাছে চাপা পড়ে আছে গাড়ি এবং বাইক। সেগুলি সরানোর চেষ্টা চলছে (এই সমস্ত ছবি এবং ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আচমকা আবহাওয়ার পরিবর্তনের কারণে শুক্রবার রাতে দিল্লিতে লাল সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। আপাতত দু’এক দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়ার গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত। বজ্রপাত নিয়েও সাবধান থাকতে বলা হয়েছে। তবে তার পর গরম আবার বৃদ্ধি পাবে। দিল্লির পাশাপাশি এই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানার বেশ কিছু অংশে।