মাঝে জাতীয় পতাকা হাতে নিতিন পটেল।
বিজেপি কর্মীদের সঙ্গে মিছিলে বেরিয়েছিলেন গুজরাতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল। সেই মিছিলে ছুটে আসে একটি গরু। সেই সময়ে পড়ে গিয়ে বাম হাঁটুতে চিড় ধরে নিতিনের।
নিজের বিধানসভা কেন্দ্র মেহসানার কাড়িতে ‘হর ঘর তিরঙ্গা যাত্রা’ মিছিল করছিলেন নিতিন। চোট পাওয়ার পর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বিজেপি বিধায়ককে।
Stray cow attacks Gujarat's former Deputy CM Nitin Patel during "Har Ghar Tiranga" yatra in Mehsana. pic.twitter.com/pwlmqRi7nT
— Saral Patel (@SaralPatel) August 13, 2022
রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘বাজার এলাকার মধ্যে দিয়ে মিছিল যাচ্ছিল। তখনই ভিড়ের মধ্যে দৌড়তে শুরু করে গরুটি। পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন নিতিন। কাড়ির ভাগ্যোদয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। বিশ্রামের প্রয়োজন তাঁর।’’
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিতিন বলেন, ‘‘মিছিল করছিলাম। গরুটিকে ছুটে আসতে দেখে লোকজন দৌড়চ্ছিল। আমি পড়ে যাই। আমার উপর পড়ে যায় কয়েক জন। পুলিশ এবং দলীয় কর্মীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে।’’
He is former Dy. CM @Nitinbhai_Patel today he got injured by a running cow. May Allah grant him speedy recovery.
— Dr. Tohid Alam khan AAP (@aapkatohid) August 13, 2022
Questions that come to my mind
1.Who is responsible 4 dis accident?
2.The security personnel r private or still provided by d govt? @SandeepPathak04@SanjayAzadSln pic.twitter.com/Nsx8yYJNjm
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy