Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Crime Arrest

Crime: দু’বছর আগে কাজ থেকে ছাড়িয়ে দেন ডাক্তার, ছেলেকে খুন করে ‘প্রতিশোধ’ দুই কম্পাউন্ডারের

বহু খোঁজাখুঁজির পর রবিবার মেলে আট বছরের বালকের মৃতদেহ। সেই মৃত্যুর পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

দু’দিন নিখোঁজ ছিল নাবালক।

দু’দিন নিখোঁজ ছিল নাবালক। প্রতীকী ছবি।

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৮:৪৫
Share: Save:

দু’দিন ধরে নিখোঁজ ছিল উত্তরপ্রদেশের এক চিকিৎসকের নাবালক পুত্র। বহু খোঁজাখুঁজির পর রবিবার মেলে আট বছরের বালকের মৃতদেহ। সেই মৃত্যুর পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হলেন চিকিৎসকেরই দুই প্রাক্তন কম্পাউন্ডার।

গত শুক্রবার হঠাৎই নিখোঁজ হয়ে যায় উত্তরপ্রদেশের বুলন্দশহরের চিকিৎসকের ছেলে। তাকে অপহরণ করা হয়েছে, এই অভিযোগে থানায় ডায়েরি করেন বাবা। শুরু হয় খোঁজাখুঁজি। দু’দিন বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে রবিবার বালকের সন্ধান পায় পুলিশ। কিন্তু ততক্ষণ আর তার শরীরে প্রাণ ছিল না।

এর পর মৃতের বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরিবারের অন্যান্যদের ডাকা হয়। পাওয়া যায় সূত্র। অনুমানের ভিত্তিতে পুলিশ দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বুলন্দশহর পুলিশ। দুই ব্যক্তির নাম নিজাম ও শহিদ। পুলিশ জানতে পারে, বেশ কিছু দিন চিকিৎসকের সঙ্গে তাঁরা কাজ কম্পাউন্ডার হিসাবে কাজ করেছেন। তবে চিকিৎসার কাজে কোনও এক ভুলচুকে কাজ চলে যায় দু’জনেরই। এই ঘটনা প্রায় দু’বছর আগেকার।

এ ভাবে কাজ চলে যাওয়া মেনে নিতে পারেননি নিজাম আর শহিদ। চিকিৎসকের উপর তাঁদের রাগ জন্মায়। ‘প্রতিশোধ’ নিতে তাই চিকিৎসকের ছেলেকে অপহরণ করে খুন করেন তাঁরা। এমনই জানা গিয়েছে পুলিশ সূত্রে। স্বীকারোক্তির পর দুই প্রাক্তন কম্পাউন্ডারকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

Crime Arrest Uttar Pradesh Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE