Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
US

Bomb cyclone: ‘বম্ব সাইক্লোন’-এ বিধ্বস্ত আমেরিকা! ত্রাণশিবিরে হাজার হাজার মানুষ, দেখুন সেই ছবি

প্রবল ঘূর্ণিঝড়। আর তাতে গতি পাচ্ছে তুষার-তাণ্ডব! জায়গায় জায়গায় বরফের স্তূপ। যে দিকে চোখ যায় শুধু সাদা রং। সঙ্গে মত্ত ঠান্ডা হাওয়া।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৩:১৮
Share: Save:
০১ ২০
ঘূর্ণিঝড়ের গতিতে বইছে হাওয়া। আর তাতে গতি পাচ্ছে তুষার-তাণ্ডব!  জায়গায় জায়গায় বরফের স্তূপ। যে দিকে চোখ যায় শুধু সাদা রং। সঙ্গে মত্ত ঠান্ডা হাওয়া। এটাই এখন আমেরিকার বিভিন্ন প্রদেশের ছবি।

ঘূর্ণিঝড়ের গতিতে বইছে হাওয়া। আর তাতে গতি পাচ্ছে তুষার-তাণ্ডব! জায়গায় জায়গায় বরফের স্তূপ। যে দিকে চোখ যায় শুধু সাদা রং। সঙ্গে মত্ত ঠান্ডা হাওয়া। এটাই এখন আমেরিকার বিভিন্ন প্রদেশের ছবি।

ডালাস, ছবি: এএফপি

০২ ২০
‘বম্ব সাইক্লোন’- এ বিধ্বস্ত আমেরিকার বিভিন্ন প্রদেশ। হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন।

‘বম্ব সাইক্লোন’- এ বিধ্বস্ত আমেরিকার বিভিন্ন প্রদেশ। হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন।

নিউ ইয়র্ক সিটি, ছবি: রয়টার্স

০৩ ২০
‘বম্ব সাইক্লোন’— প্রাকৃতিক বিপর্যয়টিকে এই নামেই অভিহিত করছেন আবহবিদেরা। যার সাক্ষী থাকলেন আমেরিকার পূর্বাঞ্চলীয় প্রদেশগুলির কমপক্ষে সাত কোটি বাসিন্দা।

‘বম্ব সাইক্লোন’— প্রাকৃতিক বিপর্যয়টিকে এই নামেই অভিহিত করছেন আবহবিদেরা। যার সাক্ষী থাকলেন আমেরিকার পূর্বাঞ্চলীয় প্রদেশগুলির কমপক্ষে সাত কোটি বাসিন্দা।

ম্যানহ্যাটন, ছবি: রয়টার্স

০৪ ২০
আমেরিকার হাওয়া অফিস ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ (এনডব্লিউএস) জানাচ্ছে, প্রায় দু’ ফুটের উপর বরফ জমে রয়েছে বিভিন্ন জায়গায়। তা ছাড়া শীতল থেকে শীতলতর হাওয়ার পূর্বাভাস বোস্টন, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক ইত্যাদি বিভিন্ন এলাকায়।

আমেরিকার হাওয়া অফিস ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ (এনডব্লিউএস) জানাচ্ছে, প্রায় দু’ ফুটের উপর বরফ জমে রয়েছে বিভিন্ন জায়গায়। তা ছাড়া শীতল থেকে শীতলতর হাওয়ার পূর্বাভাস বোস্টন, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক ইত্যাদি বিভিন্ন এলাকায়।

রোড আইল্যান্ড। ছবি: এএফপি

০৫ ২০
গাছপালা, রাস্তা, রাস্তার পাশে দাঁড়ানো গাড়ি— সবই সাদা বরফে ঢাকা। পাল্লা দিয়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। কাঁপছেন মানুষ।

গাছপালা, রাস্তা, রাস্তার পাশে দাঁড়ানো গাড়ি— সবই সাদা বরফে ঢাকা। পাল্লা দিয়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। কাঁপছেন মানুষ।

ম্যাসাচুসেটস, রয়টার্স

০৬ ২০
বহু এলাকার সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাতিল হচ্ছে একের পর এক উড়ান।

বহু এলাকার সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাতিল হচ্ছে একের পর এক উড়ান।

নিউ ইয়র্ক। ছবি: এএফপি

০৭ ২০
রবিবার প্রবল ঠান্ডা হাওয়া আর তুষার ঝড়ে শুধু ম্যাসাচুসেটসেই হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

রবিবার প্রবল ঠান্ডা হাওয়া আর তুষার ঝড়ে শুধু ম্যাসাচুসেটসেই হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

টাইমস স্কোয়ার। ছবি: রয়টার্স

০৮ ২০
ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক থেকে পেনসিলভানিয়া— সর্বত্র এ বার রেকর্ড তুষারপাত হয়েছে।

ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক থেকে পেনসিলভানিয়া— সর্বত্র এ বার রেকর্ড তুষারপাত হয়েছে।

বস্টন, ছবি: রয়টার্স

০৯ ২০
বস্টন থেকে নিউ ইয়র্ক সর্বত্রই— প্রায় একই ছবি। আমেরিকার হাওয়া অফিস এনডব্লিউএস জানিয়েছে, ‘বম্ব সাইক্লোন’- এ খারাপ হচ্ছে আবহাওয়া, আশঙ্কা আরও বড় তুষার ঝড়ের।

বস্টন থেকে নিউ ইয়র্ক সর্বত্রই— প্রায় একই ছবি। আমেরিকার হাওয়া অফিস এনডব্লিউএস জানিয়েছে, ‘বম্ব সাইক্লোন’- এ খারাপ হচ্ছে আবহাওয়া, আশঙ্কা আরও বড় তুষার ঝড়ের।

নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক। ছবি: রয়টার্স।

১০ ২০
এ বার ‘বম্ব সাইক্লোন’-এ সবচেয়ে বেশি ভুক্তভোগী আমেরিকার উত্তর-পূর্ব অংশ। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। তার উপর প্রবল শীতল হাওয়ার দাপাদাপি।

এ বার ‘বম্ব সাইক্লোন’-এ সবচেয়ে বেশি ভুক্তভোগী আমেরিকার উত্তর-পূর্ব অংশ। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। তার উপর প্রবল শীতল হাওয়ার দাপাদাপি।

ফ্লরিডা। ছবি: রয়টার্স

১১ ২০
হাওয়া অফিসের সতর্কতা, তাপমাত্রা আরও নীচে নামবে। ঠান্ডায় তীব্র সমস্যায় পড়েছেন মানুষজন। তার মধ্যে বিদ্যুৎ বিভ্রাট। এই পরিস্থিতিতে ‘ওয়ার্মিং সেন্টার’- এ নিয়ে যাওয়া হচ্ছে। খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় শিবির।

হাওয়া অফিসের সতর্কতা, তাপমাত্রা আরও নীচে নামবে। ঠান্ডায় তীব্র সমস্যায় পড়েছেন মানুষজন। তার মধ্যে বিদ্যুৎ বিভ্রাট। এই পরিস্থিতিতে ‘ওয়ার্মিং সেন্টার’- এ নিয়ে যাওয়া হচ্ছে। খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় শিবির।

নিউ ইয়র্ক। ছবি: রয়টার্স।

১২ ২০
ম্যাসাচুসেটসের গভর্নর ক্যারিন পলিটো জানান, এই মারাত্মক ঠান্ডায় যে বাসিন্দাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা নেই, তাঁদের জন্য আশ্রয় শিবির তৈরি করা হচ্ছে।

ম্যাসাচুসেটসের গভর্নর ক্যারিন পলিটো জানান, এই মারাত্মক ঠান্ডায় যে বাসিন্দাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা নেই, তাঁদের জন্য আশ্রয় শিবির তৈরি করা হচ্ছে।

ওয়াশিংটন। ছবি: রয়টার্স

১৩ ২০
তিনি আরও জানান, রাস্তায় বরফ সরানোর কাজে ইতিমধ্যে নেমে পড়েছেন কর্মীরা। পরিবহণ দফতর চেষ্টা করছে কী ভাবে অন্তত ন্যূনতম যাতায়াতের পথ বের করা যায়।

তিনি আরও জানান, রাস্তায় বরফ সরানোর কাজে ইতিমধ্যে নেমে পড়েছেন কর্মীরা। পরিবহণ দফতর চেষ্টা করছে কী ভাবে অন্তত ন্যূনতম যাতায়াতের পথ বের করা যায়।

নিউইয়র্ক। ছবি: রয়টার্স।

১৪ ২০
কেন ‘বম্ব সাইক্লোন’ নাম? ঠান্ডা হাওয়া, শৈত্যপ্রবাহ আর তীব্র তুষারপাত, প্রাকৃতির এই ত্রিমুখী আগ্রাসন যেন বোমা পড়ার মতো আছড়ে পড়ে। যে কারণে বিপর্যয়কে এ নামেই অভিহিত করছেন আবহবিদেরা।

কেন ‘বম্ব সাইক্লোন’ নাম? ঠান্ডা হাওয়া, শৈত্যপ্রবাহ আর তীব্র তুষারপাত, প্রাকৃতির এই ত্রিমুখী আগ্রাসন যেন বোমা পড়ার মতো আছড়ে পড়ে। যে কারণে বিপর্যয়কে এ নামেই অভিহিত করছেন আবহবিদেরা।

ব্রুকলিন। ছবি: রয়টার্স

১৫ ২০
আবহাওয়া পরিস্থিতির তাৎপর্য বিবেচনা করে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ সময়ে বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা না-রাখার আবেদন জানিয়েছে প্রশাসন।

আবহাওয়া পরিস্থিতির তাৎপর্য বিবেচনা করে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ সময়ে বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা না-রাখার আবেদন জানিয়েছে প্রশাসন।

ওয়াশিংটন। ছবি: রয়টার্স

১৬ ২০
প্রশাসন জানাচ্ছে, গত কয়েক বছরে এমন তুষার ঝড় হয়নি। শুধু শনিবারই প্রায় সাড়ে তিন হাজার উড়ান বাতিল করা হয়। রবিবার আরও এক হাজার উড়ান বাতিল করা হয়েছে। সোমবার আরও এক হাজার। তিন দিনে মোট পাঁচ হাজার বিমান বাতিল করা হয়েছে।

প্রশাসন জানাচ্ছে, গত কয়েক বছরে এমন তুষার ঝড় হয়নি। শুধু শনিবারই প্রায় সাড়ে তিন হাজার উড়ান বাতিল করা হয়। রবিবার আরও এক হাজার উড়ান বাতিল করা হয়েছে। সোমবার আরও এক হাজার। তিন দিনে মোট পাঁচ হাজার বিমান বাতিল করা হয়েছে।

বস্টন। ছবি: রয়টার্স

১৭ ২০
অন্য দিকে, লং আইল্যান্ডে গাড়ির ভিতরে বরফজমা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের খবর দিয়েছে প্রশাসন। টাইমস স্কোয়ারের অবস্থাও একই রকম।

অন্য দিকে, লং আইল্যান্ডে গাড়ির ভিতরে বরফজমা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের খবর দিয়েছে প্রশাসন। টাইমস স্কোয়ারের অবস্থাও একই রকম।

ব্রুকলিন। ছবি: রয়টার্স

১৮ ২০
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, ‘‘বিপর্যয় এখনও কাটেনি। শনিবারের পর অতি ভয়ঙ্কর রূপ নিতে পারে ঝড়।’’ শহরবাসীর উদ্দেশে তাঁর বার্তা, ‘‘দয়া করে বাড়িতেই থাকুন। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরবেন না। আমাদের কর্মীরা এখন রাস্তা পরিষ্কারের কাজ করছেন।’’

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, ‘‘বিপর্যয় এখনও কাটেনি। শনিবারের পর অতি ভয়ঙ্কর রূপ নিতে পারে ঝড়।’’ শহরবাসীর উদ্দেশে তাঁর বার্তা, ‘‘দয়া করে বাড়িতেই থাকুন। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরবেন না। আমাদের কর্মীরা এখন রাস্তা পরিষ্কারের কাজ করছেন।’’

নিউ ইয়র্ক। ছবি: রয়টার্স

১৯ ২০
আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও ১০ কোথাও ৩০ মাইল প্রতি ঘণ্টা বেগে ঝড় বইছে। তার সঙ্গে তুষারপাত। ফলে পরিস্থিতি খুবই খারাপ।

আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও ১০ কোথাও ৩০ মাইল প্রতি ঘণ্টা বেগে ঝড় বইছে। তার সঙ্গে তুষারপাত। ফলে পরিস্থিতি খুবই খারাপ।

নিউ ইয়র্ক। ছবি: রয়টার্স

২০ ২০
খুব দ্রুত পরিস্থিতির বদল হবে বলে মনে করছে না আমেরিকার হওয়া অফিস।

খুব দ্রুত পরিস্থিতির বদল হবে বলে মনে করছে না আমেরিকার হওয়া অফিস।

বস্টন। ছবি: রয়টার্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy