Do you know that World's 10th most expensive office market is in Delhi dgtl
National news
দিল্লির এই এলাকায় অফিসের এত ভাড়া! বিশ্বের দশম দামি অফিস পাড়া
দিল্লির এই জায়গাটিতে গিয়েছেন কখনও? এটাই নাকি ভারতের সবচেয়ে দামি অফিস পাড়া। বিশ্বের দশম দামিও বটে। সম্প্রতি সিবিআরই-র সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ভারতের সবচেয়ে দামি অফিস পাড়া এবং বিশ্বের দশম মূল্যবান অফিস পাড়া হল দিল্লির কনট প্লেস।
০২১০
কমার্শিয়াল রিয়েল এস্টেট সার্ভিস বা সিবিআরই-র সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
০৩১০
সমীক্ষা অনুযায়ী, এই এলাকায় অফিস নিতে গেলে প্রতি বর্গফুটের প্রাইম ভাড়া প্রায় সাড়ে সাত হাজার টাকা।
০৪১০
বিশ্বজুড়ে মোট ১২১টি বিজনেস মার্কেটের উপর সমীক্ষা চালিয়ে চলতি বছরের মার্চে এই রিপোর্ট প্রকাশ করে সিবিআরই।
০৫১০
গত বছর এই সমীক্ষা অনুযায়ী কনট প্লেস নবম স্থানে ছিল।
০৬১০
দিল্লির একেবারে মাঝে অবস্থিত কনট প্লেস। উন্নত পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার জন্যই এটা ব্যবসার ক্ষেত্রে আদর্শ স্থানে পরিণত হয়েছে।
০৭১০
কনট প্লেস ছাড়া মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স এই সমীক্ষায় ১৬ নম্বরে রয়েছে। এই এলাকায় প্রতি বর্গফুটের প্রাইম ভাড়া প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা। ৩০ নম্বরে রয়েছে নরিম্যান পয়েন্ট। এখানকার প্রাইম ভাড়া চার হাজার টাকারও বেশি।
০৮১০
সিবিআরই-র সমীক্ষা অনুযায়ী, হংকং (সেন্ট্রাল) প্রথম। ওই এলাকায় বছরে প্রতি বর্গফুটে অফিসের প্রাইম ভাড়া প্রায় সাড়ে ১৭ হাজার টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে বেজিং (ফিনান্স স্ট্রিট)। প্রতি বর্গফুটে ভাড়া ১১ হাজারেরও বেশি।
০৯১০
তৃতীয় স্থানে রয়েছে হংকং (ওয়েস্ট কওলুন)। যেখানে অফিস নিতে গেলে বছরে প্রতি বর্গফুটে ভাড়া দিতে হয় সাড়ে ১০ হাজার টাকা।
১০১০
চতুর্থ নিউইয়র্ক এবং পঞ্চম বেজিং (সিবিডি)। এগুলো ছাড়া প্রথম দশের মধ্যে রয়েছে টোকিও এবং সাংহাইও।