ফাইল চিত্র।
খানিকটা ‘অপ্রত্যাশিত’ ভাবেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডের নাম ঘোষণা করে বৃহস্পতিবার শোরগোল ফেলে দেন দেবেন্দ্র ফডণবীস। এতেই শেষ নয়, নতুন সরকারের মন্ত্রিসভাতেও তিনি থাকবেন না বলে সাফ জানান মহারাষ্ট্রের দু’বারের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই ‘কাহানি মে ট্যুইস্ট’। বিজেপি নেতৃত্বের অনুরোধে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়ে যান ফডণবীস।
মহারাষ্ট্রের রাজনীতিতে ফডণবীস পঞ্চম ব্যক্তি, যিনি ‘জুনিয়র’ পদে দায়িত্বভার গ্রহণ করলেন। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যপাট সামলেছেন ফডণবীস। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনের পর স্বল্প সময়ের জন্য আবারও মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন তিনি। শিবসেনার বিদ্রোহীদের দৌলতে এ বারও মুখ্যমন্ত্রীর সিংহাসনে তাঁর বসা কার্যত পাকা ছিল, কিন্তু শেষ মুহূর্তে যেন তাল কাটল।
ফডণবীসের আগে মহারাষ্ট্রের আরও চার মুখ্যমন্ত্রী জুনিয়র পদে দায়িত্ব সামলেছেন। এক নজরে দেখে নিন সেই তালিকা...
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy