ডেরেক ও’ব্রায়েন। —ফাইল চিত্র।
জিডিপি বৃ্দ্ধির হার কমা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণে আরও শান দিল তৃণমূল। এ বার সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নিশানা করলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। দু’দিন আগে বিরোধীরা সংসদে অর্থনৈতিক অসুখের কথা তুললেও, নির্মলা তখন মানতে চাননি। অথচ জিডিপি নিয়ে সরকারি পরিসংখ্যানে বিরোধীদের আশঙ্কাই জোর পেয়েছে। তা নিয়ে ফের নির্মলাকে কটাক্ষ করলেন ডেরেক।
শনিবার নিজের টুইটার হ্যান্ডলে বুধবার সংসদীয় অধিবেশনের একটি ভিডিয়ো প্রকাশ করেন তিনি। যেখানে তাঁকে অর্থনৈতিক সঙ্কট মানতে না চাওয়ায় সংসদে দাঁড়িয়ে সরকারকে কটাক্ষ করতে দেখা গিয়েছে। সেই বক্তব্য তুলে ধরেই এ দিন ফের নির্মলাকে কটাক্ষ করেন ডেরেক। তিনি লেখেন, ‘‘বুধবার সংসদে অর্থনৈতিক সঙ্কট নিয়ে আলোচনা চলছিল। অর্থমন্ত্রীর কাছে কোনও জবাব ছিল না। শুক্রবার জিডিপি বৃদ্ধির হার সামনে এসেছে। উনি বলেছেন অর্থনীতি যেমন ফুলে ফেঁপেও ওঠেনি, তেমন একেবারে আঁধারও ঘনিয়ে আসেনি। দেখুন ওই দিন আমিও একই কথা বলেছিলাম।’’
বুধবার সংসদে দাঁড়িয়ে নাম না করে অমিত শাহের ছেলে জয় শাহ এবং শিল্পপতি গৌতম আদানির সম্পত্তি বৃদ্ধির অবিশ্বাস্য হারকে কটাক্ষ করেন ডেরেক। গত কয়েক বছরে বিজেপির ‘ফান্ড’ বৃদ্ধি নিয়েও কটাক্ষ করেন তিনি। ডেরেক বলেন, ‘‘গত পাঁচ বছরে এক শিল্পপতির মোট সম্পত্তির পরিমাণ ১২১ শতাংশ বেড়েছে। আর এক জন তরুণ ব্যবসায়ীর সংস্থার সম্পত্তির পরিমাণ ১৫ হাজার শতাংশ বেড়েছে। ভারতের একটা রাজনৈতিক দল পৃথিবীর ধনীতম দল হতে চলেছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাদের আবেদনের জন্য অপেক্ষা করছে। সত্যিই তো, একে কি আর ফুলেফেঁপে ওঠা বলে? খামোখা হল্লা করছে বিরোধীরা।’’
Clip #1: On Wednesday, in #Parliament we debated #economic issues. The Finance Minister didn’t have any answers. On Friday #GDPgrowth numbers out. She said no gloom, doom. I agreed 😜
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 30, 2019
WATCH one min video. pic.twitter.com/fwSBaccWqk
আরও পড়ুন: অর্থনীতির অসুখের আশঙ্কা সত্যি প্রমাণ করে বৃদ্ধির হার আরও কমে হল ৪.৫%
আরও পড়ুন: নরেন্দ্র মোদীর ভারত কি ফের ‘হিন্দু রেট অব গ্রোথ’-এর পথে?
বুধবার সংসদে তাঁর এই মন্তব্যের পরই গতকাল শুক্রবার দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান সামনে আসে। তাতে দেখা যায়, প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশ থাকলেও, জুলাই থেকে সেপ্টেম্বরে তা কমে ৪.৫ শতাংশে এসে ঠেকেছে। তার পরেই এ দিন নির্মলা নিশানা করে ওই ভিডিয়োটি টুইটারে পোস্ট করেন ডেরেক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy