পথচারীদের কেউ এগিয়ে এসে মহিলাকে বাঁচানোর চেষ্টা করেননি। ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। ছবি: টুইটার।
আবারও দিল্লি। প্রকাশ্যে এক মহিলাকে মারতে মারতে জোর করে ক্যাবে তুললেন এক ব্যক্তি। তাঁর সঙ্গী থেকে চালক, কেউ কোনও প্রতিবাদ করলেন না। পথচারীদের কেউ এগিয়ে এসে মহিলাকে বাঁচানোর চেষ্টাও করলেন না। ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। ওই ক্যাব এবং সওয়ারিদের খোঁজ করছে দিল্লি পুলিশ।
ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় এক ব্যক্তি জোর করে মহিলাকে মারতে মারতে ক্যাবে তুলছেন। ওই ব্যক্তির পায়ে জুতো নেই। পাশে দাঁড়িয়ে রয়েছেন আর এক জন। তিনি চুপচাপ সব দেখছেন। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের তরফে জানানো হয়েছে, ভিডিয়ো দেখে পুলিশ স্বতঃপ্রবৃত্ত হয়ে শনিবার রাত থেকেই তদন্ত শুরু করেছে।
গাড়ির নম্বর দেখে তার মালিকের ঠিকানা বার করেছে পুলিশ। গুরুগ্রামে সেই মালিকের বাড়িতে গিয়েছে পুলিশের একটি দল। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষ বার ক্যাবটিকে দেখা গিয়েছিল গুরুগ্রামের ইফকো মোড়ের কাছে। ক্যাব এবং তার চালককেও খুঁজে বার করেছে পুলিশ। অ্যাপের মাধ্যমে রোহিণি থেকে বিকাশপুরী পর্যন্ত বুক করা হয়েছিল সেটি। পথে মারধর করে ওই মহিলাকে তোলা হয়েছিল। মহিলা-সহ ক্যাবের তিন সওয়ারিকে খুঁজছে পুলিশ।
#SOS | Just Now at Mangolpuri Flyover towards Peeragarhi Chowk.@DelhiPolice @LtGovDelhi @dcpouter @DCWDelhi @dtptraffic pic.twitter.com/ukmVc7Tu1v
— Office of Vishnu Joshi (@thevishnujoshi) March 18, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy