মহিলা যাত্রীদের দেখে বাস থামাচ্ছেন না চালকরা, অভিযোগ দিল্লিতে। ছবি: টুইটার।
মহিলা যাত্রী দেখলেই আর বাস থামাতে চাইছেন না সরকারি বাসের চালকেরা। দিল্লিতে এমনই অভিযোগ ওঠায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ পেয়ে ময়দানে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
এ প্রসঙ্গে তিনি টুইটে বলেন, “বেশ কিছু বাসচালকের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি। মহিলা যাত্রীদের তাঁরা বাসে তুলতে চাইছেন না। তাঁদের দেখলেই বাস থামাতে চাইছেন না চালকরা।” এর পরই কেজরী সেই সব বাসচালকের উদ্দেশে বার্তা দেন, এ ধরনের কাজ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।
ऐसी शिकायतें आ रही हैं कि कुछ ड्राइवर महिलाओं को देखकर बस नहीं रोकते क्योंकि महिलाओं का सफ़र फ़्री है। इसे बिल्कुल बर्दाश्त नहीं किया जाएगा। इस बस ड्राइवर के ख़िलाफ़ सख़्त एक्शन लिया जा रहा है। pic.twitter.com/oqbzgMDoOB
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 18, 2023
কেজরীওয়াল ঘোষণা করেছিলেন, দ্বিতীয় বার ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া লাগবে না। বিনামূল্যে সফর করতে পারবেন। তার পর থেকে বিনামূল্যেই বাস সফর করেছিলেন মহিলারা। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠতে শুরু করেছে বেশ কিছু বাসচালকের বিরুদ্ধে। আর সেই অভিযোগ পেয়েই কেজরীওয়াল বাসচালকদের সতর্কবার্তা দিয়েছেন।
অন্য দিকে, দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাস গহলৌতও বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ামাত্রই অভিযুক্ত চালকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। কাজ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন চালকদের দিয়ে বাস চালানো হবে। পাশাপাশি চালকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হবে। জনসাধারণের উদ্দেশে পরিবহণ মন্ত্রীর আবেদন, “আপনাদের সঙ্গে যদি এমন কোনও ঘটনা ঘটে, তা হলে সেই ঘটনার ভিডিয়ো তুলে আমাদের পাঠান। কড়া পদক্ষেপ করব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy