গ্রাফিক- তিয়াসা দাস।
‘বাতাসে বহিছে প্রেম’কে ভ্যালেন্টাইনস ডে-তে সত্যি করল দিল্লি বিমানবন্দর। প্রেম দিবসের সাত সকালে ইন্ডিগো সহ একাধিক উড়ান সংস্থাকে টুইটারে ‘প্রেম’ নিবেদন করল তারা। উড়ান সংস্থাগুলির সঙ্গে বিমানবন্দরের সেই প্রেম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে। সেই প্রেম নিয়ে নেটাগরিকদের উচ্ছ্বাসও লক্ষ করার মতো।
শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে ইন্ডিগো উড়ান সংস্থার উদ্দেশে করা টুইটে বলা হয়, ‘‘কথা দাও, আমার রানওয়েকে কখনও ছেড়ে যাবে না তুমি!’’ বিমানবন্দরের এই প্রস্তাবে সাড়া দিয়ে ইন্ডিগো লিখেছে, ‘‘ও ডার্লিং, তোমার ভালবাসা আমাকে সময়ে ফিরিয়ে আনে সব সময়!’’ তাকে নিয়ে ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে বলেও ইন্ডিগোকে জানিয়েছে দিল্লি বিমানবন্দর।
দেখুন সেই টুইট—
@delhiairport Oh darling, your love brings me back on-time, every time! #DELlovesYou #ValentinesDay2020 #LetsIndiGo
— IndiGo (@IndiGo6E) February 14, 2020
My love, @IndiGo6e, we have so many future planes together! #DELlovesYou #ValentinesDay2020
— Delhi Airport (@DelhiAirport) February 14, 2020
আরও পড়ুন: পোল ভল্টের ‘ভারতীয়’ ধরন! ভিডিয়ো দেখে কী বলল নেটদুনিয়া
তবে দিল্লি বিমানবন্দরের এই প্রেম নিবেদন শুধু ইন্ডিগোর ক্ষেত্রেই আটকে থাকেনি। ভিস্তারা, স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়ার মতো উড়ান সংস্থাকেও একই উপায়ে প্রেম নিবেদন করেছে সে। এয়ার ইন্ডিয়াকে সে বলেছে, ‘‘প্রথম ফ্লাইটে তুমি আমার চিরদিনের ভালবাসা।’’ অন্যদিকে ভিস্তারার কাছে প্রেমদিবসে তার প্রস্তাব, ‘‘আমাদের সঙ্গে আরও উঁচুতে উড়তে চাও?’’
Hey @airindiain, you’ll always be my love at first flight! #DELlovesYou #ValentinesDay2020
— Delhi Airport (@DelhiAirport) February 14, 2020
Hey @airvistara, its valentines day, want to continue flying higher with us? #DELlovesYou #ValentinesDay2020
— Delhi Airport (@DelhiAirport) February 14, 2020
অন্যদিকে স্পাইসজেট উড়ান সংস্থার সঙ্গে তাঁর প্রেম যে বেশ রগরগে তার প্রমাণ দিল্লির বিমানবন্দরের টুইট। সেখানে বলা হয়েছে, ‘‘তোমার ভালবাসা আমার হাবকে উত্তপ্ত ও মশলাদার বানায়!’’
Hey @flyspicejet, love how you turn my hub red, hot and spicy! #DELlovesYou #ValentinesDay2020
— Delhi Airport (@DelhiAirport) February 14, 2020
আর এই সব দেখে শুনে দিল্লি বিমানবন্দরের উদ্দেশে ইন্ডিগোর সরস মন্তব্য, ‘‘আমি জানি তোমার ভালবাসা একাধিক জনের সঙ্গে!’’
@delhiairport I know your love affair goes beyond one! #DELlovesYou #ValentinesDay2020 #LetsIndiGo
— IndiGo (@IndiGo6E) February 14, 2020
আরও পড়ুন: মোদীর তথ্যেই নোট বাতিলের সাফল্য নিয়ে প্রশ্ন
Hey @DelhiAirport @IndiGo6E kabhi kabhi mere dil mein khyaal aata hai, jaise tujhko banaya hai ek duje ke liye ❣🙈 #KeepLoving🤩 #ValentinesDay2020
— shivangi gulati (@shivangigulati3) February 14, 2020
Awww! Love birds 💞 Keep flying high in love and make us fly high too❤️ #ValetinesDay2020
— shrishti choudhary (@shrishtichoudh9) February 14, 2020
— shivangi gulati (@shivangigulati3) February 14, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy