হাইওয়ের ধারে দাঁড়িয়ে বিলাসবহুল পরিত্যক্ত গাড়ি। আর সেই গাড়ির ভিতর থেকে মৃতদেহ উদ্ধার নিয়ে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। মুম্বই-গোয়া হাইওয়ের উপর থেকে এই মৃতদেহটি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার মুম্বই-গোয়া হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি বিলাসবহুল লাল অডি গাড়ির পিছনের সিটে ওই দেহটি রাখা ছিল। পথচলতি কিছু মানুষ গাড়ির ভিতর ওই মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। মৃতদেহের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও পুলিশ জানিয়েছে। গাড়ির কাচ ভেঙে ওই দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় কার্লে। তিনি পুণের যশবন্ত নগরের বাসিন্দা। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
এই ঘটনায় পানভেলের একটি থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। পাশাপাশি ওই গাড়ির কাগজপত্র কার নামে রয়েছে, তা খুঁজে বার করতেও তৎপর হয়েছে পুলিশ।