এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রতিবেশী যুবক। মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার ধুলিয়ানপুর এলাকার ঘটনা। ধৃত যুবক পেশায় বিড়ি শ্রমিক। নির্যাতিতাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিচারক ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মায়ের সঙ্গে থাকেন। অভিযোগ, গত সপ্তাহে গভীর রাতে কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান যুবক। এর পরে কিশোরীকে বার কয়েক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভোরে বাড়ি ফিরে কাউকে কিছু জানায়নি কিশোরী। গত রবিবার অসুস্থ হয়ে পড়ে সে। তখন তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হচ্ছে।
আরও পড়ুন:
জঙ্গিপুর পুলিশ জেলার এসডিপিও (সাব ডিভিশনাল পুলিশ অফিসার) আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তদন্ত চলছে।