Advertisement
০১ জুলাই ২০২৪
Dalit Lynching

দলিত যুবককে নগ্ন করে মার মধ্যপ্রদেশে! প্রকাশ্যে ভিডিয়ো! পুলিশ গ্রেফতার করল তিন অভিযুক্তকে

ছতরপুরের পুলিশ সুপার আগম জৈন বুধবার বলেন, ‘‘আক্রান্ত যুবক রাতে বাড়ি ফেরার সময় কোতোয়ালি থানার সীমানায় অভিযুক্তেরা তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর করেন।’’

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২৪ ১৭:৩১
Share: Save:

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গণপিটুনির শিকার হলেন এক দলিত যুবক। ছতরপুর জেলার ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আক্রান্ত যুবক। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ওই ঘটনার ভিডিয়ো (আনন্দবাজার অনলাইন যার সত্যতা যাচাই করেনি) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মধ্যপ্রদেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। কেন ওই যুবককে মারধর করা হল, বিষয়ে কিছু জানায়নি পুলিশ। ছতরপুরের পুলিশ সুপার আগম জৈন বুধবার বলেন, ‘‘আক্রান্ত যুবক রাতে বাড়ি ফেরার সময় কোতোয়ালি থানার সীমানায় তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর করেন অভিযুক্তেরা।’’

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, আক্রান্তের মাথা ফেটে রক্ত পড়ছে। সেই অবস্থাতেই তাঁকে বেল্ট এবং পিস্তলের বাট দিয়ে আঘাত করছেন কয়েক জন হামলাকারী। পুলিশ সুপার জানিয়েছেন, ভিডিয়ো দেখে পরিচয় সম্পর্কে নিঃসংশয় হওয়ার পরে তিন অভিযুক্ত— দেব ওরফে দেবেন্দ্র ঠাকুর, লাকি ঘোসী এবং আন্নু ঘোসীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পিস্তল। জৈন বলেন, ‘‘ধৃত তিন অভিযুক্তের বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা দায়ের হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mob Lynching Dalit Dalit Man Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE