বর্তমানে দেশ জুড়ে ১৯৩ কোটি ২৮ লক্ষ ৪৪ হাজার ৭৭ টিকাকরণ হয়েছে। ফাইল চিত্র
টানা পাঁচ দিন ভারতে কোভিডে সংক্রমিতের সংখ্যা রয়েছে দু’হাজারের উপরেই। কিন্তু গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা সামান্য বেড়ে হল ২,৮২৮। শনিবার এই সংখ্যা ছিল ২,৬৮৫। কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪। এর মধ্যে কেরলেই মৃতের সংখ্যা সর্বোচ্চ। কেরলে ১৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝাড়খণ্ডে মৃতের সংখ্যা এক। শনিবার কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৩৩। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে দেশ জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৫৮৬।
ভারতের মধ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত ৮৭৯ জন। এর পরে মহারাষ্ট্র (৫২৯), দিল্লি (৪৪২), ও হরিয়ানা (২২৭)। দাদরা ও নগর হবেলী এবং দমন ও দিউ, ত্রিপুরা লক্ষদ্বীপ, সিকিমে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা শূন্য।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২,০৩৫ জন কোভিডের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৩৭০ জন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy