Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

Corona update India: সামান্য কমল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ল দ্বিগুণ

দৈনিক সংক্রমণের সংখ্যায় এখনও শীর্ষে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৮৬ জন সংক্রমিত হয়েছেন এ রাজ্যে।

গ্রাফিক— শৌভিক দেবনাথ

গ্রাফিক— শৌভিক দেবনাথ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১১:১৯
Share: Save:

সামান্য কমল দেশের প্রাত্যহিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ ৬.৪ শতাংশ কমেছে। সংক্রমণের হারও কিছুটা কম। এক দিনে মোট ১৫ লক্ষ ৭৯ হাজার ৭২৮ জনের করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে এক লক্ষ ৬৮ হাজার ৬৩ জনের। ফল সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.৪৬ শতাংশে। যা আগের দিন ১৩.২৯ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমেছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে। দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে বাংলা।

দেশে বেশি আক্রান্ত রাজ্যগুলির মধ্যে মঙ্গলবারও শীর্ষে ছিল মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৪৭০ জন করোনা আক্রান্ত হয়েছে এই রাজ্যে। তবে এই সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় ১১ হাজার কম। সংক্রমণ কিছুটা কমেছে দিল্লিতেও। তবে দৈনিক সংক্রমণের সংখ্যায় দিল্লিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৮৬ জন সংক্রমিত হয়েছেন এ রাজ্যে। দিল্লি রয়েছে তৃতীয় স্থানে। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১৬৬ জন। যদিও বিশেষজ্ঞদের মত, সংখ্যায় এই সামান্য হেরফের দেখে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত হবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান এ-ও বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সোমবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৭৭ জন। এ ছাড়া দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন আট লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন। তবে সুস্থতার হার এখনও নিম্নমুখীই। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৩৬ শতাংশে।

এ দিকে, করোনার ওমিক্রনের রূপের সংক্রমণও পাল্লা দিয়ে বাড়ছে। দেশে এই মুহূর্তে মোট ওমিক্রন আক্রান্ত চার হাজার ৪৬১ জন। ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭১১ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যাতেও শীর্ষে মহারাষ্ট্রই। এ রাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত ১২৪৭ জন। এর পরেই রয়েছে যথাক্রমে রাজস্থান (৬৪৫), দিল্লি (৫৪৬), কর্নাটক (৪৭৯), কেরল (৩৫০), উত্তরপ্রদেশ (২৭৫) এবং গুজরাত (২৩৬)। ওমিক্রন আক্রান্তের তালিকায় ১৫ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy