দিল্লির বাজারে বিস্ফোরণ, জখম হলেন এক জন। ছবি: টুইটার।
দিল্লির ব্যস্ত সদর বাজারের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়িটির সিঁড়ি। জখম হন এক জন। জখম ব্যক্তি বাজারে কুলির কাজ করেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চলছে চিকিৎসা।
পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা ৬টা নাগাদ সদর বাজারের পার্কিং লটের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। সিসিটিভিতে দেখা গিয়েছে, ঘটনাস্থল থেকে ধোঁয়া বার হচ্ছে। লোকজন ছোটাছুটি করছে। সদর বাজারে পাইকারি হিসাবে মালপত্র বিক্রি হয়। সন্ধ্যার সময় সেখানে প্রচুর ব্যবসায়ী কাপড়, খেলনা কিনতে ভিড় জমান। সে সময়েই ওই বিস্ফোরণ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি গাড়ি। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে ওই কুলিকে। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য গিয়েছে ফরেনসিক দল। কী ভাবে ঘটল বিস্ফোরণ, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Delhi | One person injured in a structural collapse of stairs in a building in Sadar Bazar, today.
— ANI (@ANI) January 7, 2023
Prima facie,it seems to be from a blast caused by the water pipe. No soot or fire or pellets or smell of any chemical observed;Crime&FSL teams on their way to the site, say Police. pic.twitter.com/06dV23cCPo
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy