এখনও পর্যন্ত করোনায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ছাড়িয়েছে। এরই মধ্যে দেশে দেখা দিয়েছে করোনার নতুন প্রজাতি। নামতে থাকা আক্রান্তের সংখ্যার গ্রাফ হঠাই ঊর্ধ্বমুখী। দুই রাজ্যে আবার লকডাউনের আশঙ্কা। এরই মধ্যে জোরদার হচ্ছে টিকাকরণের প্রক্রিয়াও। প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ কর্মসূচি ইতিমধ্যেই এক মাস অতিক্রান্ত। মার্চের গোড়া থেকেই ষাটোর্ধ্বদের এবং ৪৫ বছরের উপরে থাকা ব্যক্তিরা, যাঁরা দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছেন, তাঁদের টিকাকরণও শুরু হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কত জনের টিকাকরণ হয়েছে।