দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি। ফাইল চিত্র
টানা তিন দিন দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা তিন হাজারের উপরেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩,৬৮৮। শুক্রবার এই সংখ্যা ছিল ৩,৩৭৭। দৈনিক সংক্রমণের হারেও সামান্য বৃদ্ধি দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ০.৭৪ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৮৩ জন ব্যক্তি নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ৫২ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৮৪ জন।
২,৭৫৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি। এর পর রয়েছে হরিয়ানা, কেরল ও উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫০ জনের। এর মধ্যে কেরলে ৩৬ জনের মৃত্যু পরে তালিকাভুক্ত করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy