ফাইল চিত্র।
সিঙ্গাপুরের করোনা প্রজাতি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যে ক্ষুব্ধ তারা। ইতিমধ্যেই সিঙ্গাপুর প্রশাসন সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে এই মন্তব্যের জবাব তলব করেছে। এই প্রসঙ্গে এ বার মুখ খুলল নয়াদিল্লি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানালেন, কেজরীবাল ভারতের প্রতিনিধি নন। তাই তাঁর কথাকে রাষ্ট্রের বক্তব্য হিসেবে দেখা ঠিক নয়।
জয়শঙ্কর টুইটে লেখেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থেকেছে সিঙ্গাপুর। অক্সিজেন রফতানি করার জন্য তাদের ধন্যবাদ জানায় ভারত। তাই অবিবেচনামূলক মন্তব্য করে কেউ এই বন্ধুত্ব নষ্ট করতে পারবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের প্রতিনিধি নন’।
Singapore and India have been solid partners in the fight against Covid-19.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 19, 2021
Appreciate Singapore's role as a logistics hub and oxygen supplier. Their gesture of deploying military aircraft to help us speaks of our exceptional relationship. @VivianBala https://t.co/x7jcmoyQ5a
সম্প্রতি কেজরীবাল টুইট করে জানান, ‘সিঙ্গাপুরে করোনার যে নতুন প্রজাতি এসেছে তা শিশুদের জন্য খুবই ক্ষতিকারক। ভারতে এই প্রজাতি তৃতীয় তরঙ্গ হিসেবে আসতে পারে। তাই কেন্দ্রকে আমার আবেদন, সিঙ্গাপুরের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করা হোক ও শিশুদের টিকা দেওয়া হোক’।
এর পরেই ভারতে অবস্থিত সিঙ্গাপুর দূতাবাস কেজরীবালের দাবি নাকচ করে। তাদের তরফে টুইট বলা হয়, ‘সিঙ্গাপুরে কোভিডের নতুন প্রজাতি এসেছে, এই কথা সত্যি নয়। পরীক্ষায় দেখা গিয়েছে বি.১.৬১৭.২ প্রজাতি সম্প্রতি সিঙ্গাপুরে প্রভাব ফেলছে। শিশুরাও আক্রান্ত হচ্ছে’। তারা জানায়, করোনার এই প্রজাতি নতুন নয়। ভারতে এর আগেও এর প্রাদুর্ভাব দেখা গিয়েছে। এ বার এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy