মাদক খাইয়ে ভুয়ো বিয়ে দিয়ে পাত্রের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ ছিল দম্পতির বিরুদ্ধে। প্রায় পাঁচ বছর ফেরার থাকার পরে ওই দম্পতিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, এক পুলিশকর্মী পাত্র সেজে ‘টোপ’ দিয়েছিলেন ওই দম্পতিকে। তাতেই ফাঁদে পা দেন রাহুল ওরফে দিন মহম্মদ এবং তাঁর স্ত্রী।
পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, রাহুলের বয়স ৩৮ বছর। তাঁর স্ত্রীর বয়স ৩৬। রাহুল এখন দিল্লির রাস্তায় টোটো চালান। অতীতে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের মামলাও দায়ের করা হয়েছিল। ২০১৯ সালে সুলতানপুরি থানায় ওই দম্পতির বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিয়ের জন্য ইচ্ছুক পুরুষ বা মহিলাদের মাদক খাইয়ে ভুয়ো বিয়ে দেন তাঁরা। এর পরে তাঁদের থেকে টাকা হাতান।
আরও পড়ুন:
২০১৯ সালে ওই অভিযোগটি করেছিলেন এক মহিলা। তাঁর দাবি, মাদক খাইয়ে হরিয়ানার এক পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। তার পরে হাতানো হয়েছিল টাকা। ওই বছরের সেপ্টেম্বরে রাহুলের গোষ্ঠীর কয়েক জনকে গ্রেফতার করা হলেও স্বামী-স্ত্রী ফেরার ছিলেন। শেষে এক পুলিশকর্মী বিয়ের পাত্র সেজে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করেন। ওই দম্পতি সেই ফাঁদেই পা দিয়ে গ্রেফতার হলেন।