প্রতীকী চিত্র।
করোনা ভাইরাসের নতুন রূপের খোঁজ মিলল দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই বুধবার কেন্দ্র জানাল, ১৮ রাজ্যে করোনার নতুন অবতারের সন্ধান মিলেছে। এই নতুন অবতারে দু’বার মিউটেশন ঘটেছে। যদিও এই নতুন প্রকারভেদই দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য দায়ী কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দেশে যে সমস্ত করোনা ভাইরাসের প্রকারভেদ নিয়ে উদ্বেগ রয়েছে নতুন প্রকারভেদটি তার মধ্যে অন্যতম। ইতিমধ্যে দেশের ১৮ রাজ্যে এই নতুন প্রকারভেদের সন্ধান পাওয়া গিয়েছে। নতুন ভাবে করোনা মোকাবিলা আরও একটু কঠিন হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে।
করোনা ভাইরাসের এই নতুন প্রকারভেদ দু’বার নিজের মিউটেশন করে বলে জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ দু’বার নিজেকে পরিবর্তন করেছে এই ভাইরাস। আর এখানেই করোনার ভাইরাসের ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় প্রকারভেদের থেকে আলাদা এই প্রকারভেদ। তবে এই নতুন প্রকারভেদই দেশের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণ কি না তা জানা যায়নি।
কেন্দ্র বিবৃতিতে জানিয়েছে, দেশে এই মুহূর্তে ৭৩৬ জনের দেহে ব্রিটেন প্রকারভেদের নমুনা পাওয়া গিয়েছে। ৩৪টি দক্ষিণ আফ্রিকার প্রকারভেদের নমুনা এবং একটি মাত্র ব্রাজিলের প্রকারভেদের নমুনা পাওয়া গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy