দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
মঙ্গলবার ২ লক্ষ ৬৩ হাজার, বুধবার ২ লক্ষ ৬৭ হাজার, বৃহস্পতিবার ২ লক্ষ ৭৬ হাজার— গত তিন দিন ধরে এটাই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ধারাবাহিক ভাবে কমতে কমতে গত দু’দিন একটু হলেও ফের বাড়ল সংক্রমিতের সংখ্যা। তবে দৈনিক মৃত্যু ৪ দিন পর ৪ হাজারের নীচে নেমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১১০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন। ৪ হাজারের নীচে নামলেও দেশের দৈনিক মৃত্যু সংখ্যাটা এই মুহূর্তে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। সব মিলিয়ে দেশে ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন কোভিডের জেরে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লক্ষ ৫৫ হাজার ১০ জনের। এক দিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। এ নিয়ে পর পর দু’দিন ২০ লক্ষের বেশি করোনা পরীক্ষা হল ভারতে।
গত এক সপ্তাহের বেশি সময় দেশে আক্রান্তের থেকে সুস্থ হচ্ছেন বেশি। যার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮ জন। দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল জানুয়ারিতে। জানুয়ারি, ফেব্রুয়ারিতে যত লোক রোজ টিকা পেতেন এখন তার থেকে অনেক কম সংখ্যক লোক টিকা পাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন মাত্র ১২ লক্ষ ৪৯০ জন। এখনও অবধি দেশে টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৭০ লক্ষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy