দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক কোভিড সংক্রমণ পাঁচদিন পর ফের ৪০ হাজার ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৭০৬।
সংক্রমণ বাড়লেও দেশের দৈনিক মৃত্যু ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জনের। দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বাড়লেও তা ৪ লক্ষের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে দেড় হাজারেরও বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭ জন।
দৈনিক সংক্রমণে দেশের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০০ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে, বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৬০। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৯৬৪), অন্ধ্রপ্রদেশ (১,৮৬৯), কর্নাটক (১,৮২৬) এবং ওড়িশা (১,০৭৮)। অসমে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে হাজারের নীচে নেমেছে। বাকি সব রাজ্যেই আক্রান্তের সংখ্যা হাজারের নীচে থাকলেও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy