Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Coronavirus

মাস্ক বাধ্যতামূলক করতে আইন আনছে রাজস্থান সরকার

মুখ্যমন্ত্রী অশোক গহলৌত বলেন, “মাস্কই প্রতিষেধক।”

ছবি:পিটিআই।

ছবি:পিটিআই।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১৩:২২
Share: Save:

মাস্ক পরা বাধ্যতামূলক করতে চলেছে রাজস্থান সরকার। এ বিষয়ে আইন আনা হবে বলে সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।

তিনি বলেন, “মাস্কই প্রতিষেধক।” কোভিডের বিরুদ্ধে লড়াই করতে দেশের মধ্যে রাজস্থানই প্রথম এ নিয়ে আইন আনতে চলেছে বলেও মন্তব্য করেছেন গহলৌত।

রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মৃত্যুর সংখ্যাও ২ হাজার ছুঁই ছুঁই করছে। রবিবারই রাজ্যের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন গহলৌত। সংক্রমণের হারে লাগাম টানতে কী কী পদক্ষেপ করা হচ্ছে এবং আগামী দিনে কী পরিকল্পনা করা হবে তা নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়।

জনসচেতনতা বাড়াতে রাজ্যে ‘নো মাস্ক নো এন্ট্রি’ এবং ‘শুদ্ধ কে লিয়ে যুদ্ধ’-এর প্রচার চালাচ্ছে সরকার। সংক্রমণের ঊর্ধ্বগতির কথা মাথায় রেখে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার। কোভিড প্রোটোকলে মাস্ক পরার বিষয়টি থাকলেও এ বার আইন করে মাস্ক পরা বাধ্যতামূলক করার চিন্তাভাবনা শুরু করেছে সরকার।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আক্রান্ত কমে ৪৫ হাজার, দেশে মোট সুস্থ বেড়ে ৭৫ লাখ

বাজির ধোঁয়া সাধারণ মানুষের পাশাপাশি করোনা রোগীদের ক্ষেত্রে ক্ষতিকর। সেই বিষয়টা মাথায় রেখে এ বার আতসবাজি বিক্রি এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। গহলৌত টুইট করেন, ‘বাজির দূষিত ধোঁয়া থেকে রাজ্যবাসী এবং রাজ্যের কোভিড রোগীদের বাঁচাতে বাজি বিক্রি এবং ফাটানোর উপরে নিষেধাজ্ঞা জারি করছে সরকার।’ তিনি আরও বলেন, “কোভিড পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচানোই সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ।”

অন্য বিষয়গুলি:

Coronavirus Masks Rajasthan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE