Coronavirus Lockdown: What to remain open and what to remain closed as Centre eases Lockdown dgtl
Coronavirus Lockdown
নতুন কী কী খুলছে, কী কী এখনও বন্ধ, দেখে নিন
শনিবার থেকে অত্যাবশ্যকীয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৫:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
লকডাউনের জেরে টানা এক মাস ধরে বন্ধ ব্যবসাপাতি। তাতে সংসার চালানোই দায় হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সামান্য হলেও স্বস্তি পেলেন ছোট ব্যবসায়ীরা। শনিবার থেকে অত্যাবশ্যকীয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার।
০২১২
তবে করোনার প্রকোপ নেই যে জায়গাগুলিতে, যে জায়গাগুলি হটস্পট হিসাবে চিহ্নিত হয়নি, শুধুমাত্র সেখানেই পাড়ার দোকানগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে পুর এবং গ্রামীণ এলাকার জন্য নিয়ম-কানুন আলাদা। তা হলে আজ থেকে কোন কোন দোকানগুলি খোলা পাবেন? দেখে নিন এক ঝলকে—
০৩১২
গ্রামীণ এলাকায় শপ্স অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট আইনে নথিভুক্ত পাড়া, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এবং মার্কেট কমপ্লেক্সের মধ্যে অবস্থিত দোকান খুলে রাখা যাবে।
০৪১২
পুরসভা এলাকায় শুধুমাত্র পাড়া এবং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অবস্থিত দোকানই খুলে রাখা যাবে।
০৫১২
রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে যদি দরজির দোকান থাকে, তা-ও খোলা রাখা যাবে।
০৬১২
তবে ৫০ শতাংশ কর্মচারী নিয়েই কাজ চালিয়ে যেতে হবে দোকানগুলিকে। দোকানের কর্মচারীদের মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক। বিকিকিনির সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
০৭১২
এ বার কী কী বন্ধ থাকবে দেখে নিন—
০৮১২
পাড়া এবং মার্কেট কমপ্লেক্সের মধ্যে অবস্থিত সেলুন খুলছে না।
০৯১২
গ্রাম এবং শহর, দুই জায়গাতেই শপিং মল বন্ধ থাকবে । বন্ধ থাকবে বুটিকও।
১০১২
মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন, সব ধরনের সিনেমা হলই বন্ধ থাকবে।
১১১২
লকডাউন ওঠা না পর্যন্ত জিম, সুইমিং পুল, থিয়েটার, বার-রেস্তরাঁ, অডিটোরিয়ামও খোলা যাবে না।
১২১২
লকডাউন জারি হওয়ার পর থেকেই সমস্ত মদের দোকান বন্ধ। এখনই তা খোলার কোনও সম্ভাবনা নেই।