বাঁ দিক থেকে শশী তারুর, পি চিদম্বরম ও অভিষেক মনু সিঙ্ঘভি।
লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। অথচ এই পরিস্থিতিতে দেশের গরিব, মধ্যবিত্ত ও ছোট ব্যবসায়ীদের জন্য কোনও দিশা দেখানো হল না। এই অভিযোগ তুলে এ বার প্রধানমন্ত্রীকে আক্রমণ শানাল কংগ্রেস। কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি টুইটারে খোঁচা দিয়েছেন, কোনও ‘গাইডলাইন ছাড়াই প্রধানমন্ত্রীর এই ঘোষণা আসলে ডেনমার্কের যুবরাজকে ছাড়াই হ্যামলেট রচনা।’ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীদের আর্থিক প্যাকেজের দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই’।
মঙ্গলবার সকাল দশটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশটা পঁচিশে তাঁর বক্তৃতা শেষ হয়েছে। তার কিছু ক্ষণের মধ্যেই টুইটারে ঝাঁপিয়ে পড়ে কংগ্রেস। হাত শিবিরের নেতা অভিষেক মনু সিঙ্ঘভি টুইট করেছেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণে নির্দিষ্ট কিছু নেই এবং কোনও গাইডলাইন নেই, ঠিক যেন প্রিন্স অব ডেনমার্ক ছাড়াই হ্যামলেট রচনা। আমরা চাই জিডিপির বণ্টন বাড়ানো হোক। নির্দিষ্ট ক্ষেত্রে আর্থিক প্যাকেজ চাই।’
#Pm address wo single specific and wo guidelines is like #Hamlet wo #Prince of #Denmark. Like #PM wo details! We want increased #GDP allocation; specific targeted monetary injections; #Keynesian spending; loosen #FMRB etc. not a single word!
— Abhishek Singhvi (@DrAMSinghvi) April 14, 2020
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম বলছেন, ‘মুখ্যমন্ত্রীরা যে আর্থিক সাহায্য চেয়েছিলেন, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই।’ আরও লিখেছেন, ‘প্রভাত পট্টনায়েক, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় থেকে রঘুরাম রাজন বা জঁ দ্রেজ প্রত্যেকেই যেন বধিরকে উপদেশ দিয়েছেন।’ আরও একটি টুইটে চিদম্বরম বলেন, ‘২১+১৯ দিন ধরে গরিবরা নিজেদের প্রতিরোধ করতে অক্ষম।’
But beyond the lockdown, what was ‘new’ in PM’s new year message?
— P. Chidambaram (@PChidambaram_IN) April 14, 2020
It is obvious that livelihood for the poor — their survival — is not among the priorities of the government.
আরও পড়ুন: করোনা উপসর্গ থাকা রোগীর মৃত্যু, দেহ নিতে অস্বীকার পরিবারের, আতঙ্ক মেডিক্যালে
করোনা মোকাবিলায় লকডাউনের সময়সীমা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তকে সমর্থন করেছেন আর এক কংগ্রেস নেতা শশী তারুর। তবে সমাজের দরিদ্র মানুষের জন্য ত্রাণ প্যাকেজের ঘোষণা করা উচিত ছিল বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন: ৩ মে পর্যন্ত লকডাউন, চলবে না মেট্রো, লোকাল-এক্সপ্রেস-মেল ট্রেন
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy