Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Coronavirus

চিন: সব প্রতিবেশীকেই সাহায্যের প্রস্তাব দিয়েছিলাম, রাজি হয়েছে শুধু মলদ্বীপ, রাজ্যসভায় জয়শঙ্কর

উহানে আটকে থাকা পড়শি দেশের নাগরিকদেরও সবরকম সাহায্য করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

রাজ্যসভায় জয়শঙ্কর। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

রাজ্যসভায় জয়শঙ্কর। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৪
Share: Save:

নভেল করোনার কবল থেকে পাকিস্তানি পড়ুয়াদেরও সরিয়ে আনার প্রস্তাব দিয়েছিল ভারত। তবে তা নিয়ে ইসলামাবাদের তরফে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। শুক্রবার রাজ্যসভায় এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

এ দিন রাজ্যসভায় করোনাভাইরাস নিয়ে আলোচনা চলাকালীন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের একটি প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘‘আমাদের দু’টি বিমান যখন উহানের উদ্দেশে রওনা হচ্ছিল, তখনই নিজেদের পড়ুয়াদের সঙ্গে পড়শি দেশের পড়ুযাদেরও ফিরিয়ে আনতে প্রস্তুত ছিলাম আমরা। সেইসময় সব প্রতিবেশী দেশকেই তা জানানো হয়েছিল, যার মধ্যে মলদ্বীপের ৭ নাগরিকই আমাদের প্রস্তাব গ্রহণ করেন।’’

এখনও পর্যন্ত ৮০ জন ভারতীয় পড়ুয়া উহানে রয়েছেন। তা নিয়ে জয়শঙ্কর বলেন, ‘‘এখনও উহানে ৮০ জন ভারতীয় পড়ুয়া রয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন বিমানবন্দর পর্যন্তও এসেছিলেন। কিন্তু গায়ে জ্বর থাকায় তাঁদের বিমানে ওঠার অনুমতি দেয়নি চিন। বাকি ৭০ জন উহানেই থাকতে চেয়েছিলেন। চিনে ভারতীয় দূতাবাস ওঁদের সঙ্গে যোগাযোগ রেখেছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হয়েছে।’’

আরও পড়ুন: করোনাভাইরাস নিয়ে সতর্ক করে পড়েছিলেন সরকারি কোপে, চিনে মৃত্যু সেই ডাক্তারের​

আরও পড়ুন: রাহুলের ‘ডান্ডা পেটা’ মন্তব্য ঘিরে তুলকালাম লোকসভায়, ধস্তাধস্তি​

উহানে আটকে থাকা পড়শি দেশের নাগরিকদেরও সবরকম সাহায্য করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেন, ‘‘করোনাভাইরাসের মোকাবিলা করতে অন্য দেশগুলিকেও প্রয়োজনীয় সহযোগিতা করছি আমরা। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলিকে নমুনা সংগ্রহের প্রস্তাব দিয়েছে পরীক্ষা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। মলদ্বীপের নাগরিকদের রক্তের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। আফগানিস্তানের তরফে অনুরোধ এসেছে। ভূটানকেও সহযোগিতার আশ্বাস দিয়েছি আমরা।’’

দু’টি বিমান পাঠিয়ে এখনও পর্যন্ত উহান থেকে ৬৫৪ জনকে উদ্ধার করেছে ভারত, যার মধ্যে মলদ্বীপের ৭ নাগরিকও রয়েছেন। তবে বহু পাকিস্তানি পড়ুয়া এখনও উহানেই আটকে। দেশের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেই বলে তাঁদের সেখানেই রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। তা নিয়ে নিজের দেশেই ক্ষোভের মুখে পড়েছে ইমরান খান সরকার।

অন্য বিষয়গুলি:

Coronavirus Wuhan China Pakistan S Jaishankar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy