পুল পরিষেবা বন্ধ করল ওলা, উবর। ফাইল চিত্র।
করোনার কবলে বিশ্বে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ১০ হাজার ছুঁই ছুঁই। ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রোধের জন্য একে অপরের থেকে দূরত্ব বজায় রাখাই একমাত্র উপায়। সে জন্যই নিজেদের গাড়ি শেয়ারিং পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করল অ্যাপ নির্ভর ক্যাব সংস্থা ওলা ও উবর।
এ বিষয়ে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে ওলার তরফে জানানো হয়েছে, ‘‘কোভিড-১৯ ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সাময়িক ভাবে ‘ওলা শেয়ার’ পরিষেবা বন্ধ করা হচ্ছে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই পরিষেবা স্থগিত থাকবে।’’ উবরের তরফে জানানো হয়েছে, ‘‘যে সব শহরে আমাদের পরিষেবা আছে সেখানে করোনাভাইরাস রুখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সারা ভারত জুড়ে উবর পুল সার্ভিস স্থগিত করা হল।’’
ভাড়া কম পড়ে বলে অনেকেই পুল পরিষেবা নিতে আগ্রহী হন। কিন্তু একসঙ্গে বিভিন্ন জন যাত্রা করলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ওলা ও উবরের বাকি পরিষেবা আগের মতোই বজায় থাকবে।
In our efforts to ensure the well-being of our customers & driver partners during these challenging times,we’ve decided to suspend Ola Share until further notice. Our support teams are available 24/7 for any assistance. Read More Here :https://t.co/70wrLMAkz2
— Ola (@Olacabs) March 20, 2020
আরও পড়ুন: ইউটিউব দেখে ডেলিভারির চেষ্টা প্রেমিকের, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে প্রেমিকা!
আরও পড়ুন: বিশ্বে মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই, দেশে আক্রান্ত বেড়ে ২৫৯: করোনা আপডেট
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy